নিজস্ব প্রতিবেদন : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হলো WhatsApp Pay। এদিন WhatsApp-এর তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এই মেসেঞ্জার সংস্থাকে আর্থিক লেনদেনের জন্য UPI ব্যবস্থার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে। আর এর পরেই সাধারণ মানুষদের মধ্যে প্রশ্ন কিভাবে ব্যবহার করা যাবে WhatsApp Pay! নতুন কোন অ্যাপ ইন্সটল করতে হবে, নাকি আগের WhatsApp-এর মাধ্যমে ব্যবহার করা যাবে WhatsApp Pay?
এক্ষেত্রে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ব্যবহারকারীদের আলাদা করে কোনো রকম অ্যাপ ইন্সটল করতে হবে না। বর্তমানে তাদের যে WhatsApp অ্যাপ রয়েছে তার মধ্যেই এই বিকল্প WhatsApp Pay সংযুক্ত করা হবে। কেবলমাত্র সুরক্ষা যাচাইয়ের জন্য ভেরিফিকেশন করে নিতে হবে, যেমনটা অন্যান্য UPI সংস্থার ক্ষেত্রে করতে হয়।
টাকা লেনদেন পদ্ধতি
UPI অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর WhatsApp Pay ব্যবহারকারীদের WhatsApp-এর মাধ্যমে লেনদেন করার জন্য যেতে হবে যাকে টাকা পাঠাতে চান তার WhatsApp কন্টাক্টে। সেখানে ফাইল অ্যাটাচের জন্য যেসকল অপশনগুলি রয়েছে সেখানেই থাকবে WhatsApp Pay। তারপর সেখানে ক্লিক করে টাকার অঙ্ক দিয়ে অতি সহজে টাকা পাঠানো যাবে।
WhatsApp Pay-এর মাধ্যমে লেনদেনের জন্য ব্যবহার করা যেতে পারে QR কোড, মোবাইল নম্বর অথবা UPI আইডি।
Starting today, people across India will be able to send money through WhatsApp ? This secure payments experience makes transferring money just as easy as sending a message. pic.twitter.com/bM1hMEB7sb
— WhatsApp (@WhatsApp) November 6, 2020
লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সংস্থার তরফ থেকে ভারতের প্রায় প্রতিটি বড় ব্যাঙ্কের সাথে ইতিমধ্যেই চুক্তি হয়ে গেছে। এর পাশাপাশি ফেসবুক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, WhatsApp Pay-এর মাধ্যমে লেনদেনের জন্য গ্রাহকদের কোনরকম আলাদা চার্জ বহন করতে হবে না।