নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ সাড়ে সাত মাস পর অবশেষে ১১ নভেম্বর অর্থাৎ বুধবার থেকে রাজ্যে পুনরায় চলতে শুরু করবে লোকাল ট্রেন। আনলক পর্যায়ে দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীরা লোকাল ট্রেন চালানোর দাবি তুলেছিলেন। আর এই সকল দাবি-দাওয়া এবং বিক্ষোভের পর অবশেষে রাজ্য সরকার এবং রেল দপ্তর যৌথভাবে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়।
প্রথমদিকে শোনা যাচ্ছিল লোকাল ট্রেন চলাচল শুরু হলেও ট্রেনের সংখ্যা খুবই সীমিত থাকবে। যদিও পরে দফায় দফায় বৈঠকের পর রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় কম করে ৬১৫ টি লোকাল ট্রেন ছুটবে রাজ্যে। বিচার বিবেচনা করে এই সকল ট্রেনগুলির মধ্যে শিয়ালদা ডিভিশন থেকে চালানো হবে ৪১৩ টি এবং হাওড়া ডিভিশন থেকে চালানো হবে ২০২ টি। পরবর্তীকালে যাত্রী চাহিদা অনুযায়ী আরো ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
শিয়ালদা ডিভিশনের ৪১৩ ট্রেনের মধ্যে শিয়ালদা উত্তর শাখায় চলবে ২৭০ টি। বাকি ১৪৩ টি চলবে দক্ষিণ শাখায়। উত্তর শাখায় শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে ২২ টি, নৈহাটির মধ্যে ২৪ টি, রানাঘাট লালগোলা শাখায় ১০ টি, হাসনাবাদ শাখায় ২৬ টি, বারাসাত দত্তপুকুর শাখায় ৮ টি, শান্তিপুর পর্যন্ত চলবে ১৪ টি, কল্যাণী সীমান্ত শাখায় ১৪ টি, ব্যারাকপুর শাখায় ১৮ টি, বারুইপাড়া রুটে ৩২ টি, গেদে রুটে ২৪ টি, রানাঘাট শাখায় ১৩ টি, রানাঘাট বনগাঁ শাখায় ১৭ টি, শিয়ালদা বনগাঁ শাখায় ৩৯ টি, বনগাঁ দমদম জংশন ৭ টি, বিবাদীবাগ রুটে ২ টি।
শিয়ালদা দক্ষিণ শাখায় বজ বজ রুটে চলবে ২৭ টি, নামখানা রুটে ২১ টি, ডায়মন্ডহারবার শাখায় ২৪ টি, ক্যানিং শাখায় ৩১ টি, সোনারপুর রুটে ১৯ টি, শিয়ালদা সোনারপুর বারুইপুর রুটে ২১ টি।
হাওড়া ডিভিশনে যে সকল ট্রেনগুলি চলবে তার মধ্যে রেললাইনে হাওড়া ব্যান্ডেল রুটে চলবে ৩৮ টি, হাওড়া গোঘাট রুটে ১০ টি, হাওড়া কাটোয়া রুটে ১২ টি, হাওড়া তারকেশ্বর ১৯ টি, হাওড়া বর্ধমান মেন লাইন রুটে ২০ টি, হাওড়া বর্ধমান কর্ড লাইন রুটে ২২ টি, হাওড়া বারুইপাড়া ২ টি, হাওড়া মশাগ্রাম ৪ টি, হাওড়া হরিপাল রুটে ২টি, হাওড়া শ্রীরামপুর রুটে ৬ টি, পান্ডুয়া ২ টি, ব্যান্ডেল পান্ডুয়া ১ টি, ব্যান্ডেল কাটোয়া ৮ টি, ব্যান্ডেল নৈহাটি ১৮ টি।