অমরনাথ দত্ত : ফের একবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে আটকানো এবং সেই কনভয়ে ভাঙচুর চালানোর মতো অভিযোগ উঠলো।
অভিযোগ বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি জয়গাঁতে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দলসিংপাড়াতে পুলিশের সাথে বচসা বাঁধে। এরপর দিলীপ ঘোষ মঙ্গলাবাড়িতে পৌঁছালে সেখানে তার র্যালি লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয় এবং দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো ও গাড়িতে ভাঙচুর করা হয়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি, তবে প্রতিক্রিয়া দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার লাভপুরে তাঁর কর্মী সভা চলাকালীন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “পাগল-ছাগল লোক (দিলীপ ঘোষ), কখন কি বলে জানে না। ভাষা জ্ঞান ঠিক না করলে এই অবস্থাই হবে। সব সময় মানুষকে আজেবাজে কথা বললে মানুষ মেনে নেবে? মানুষ মেনে নেবে না। ও (দিলীপ ঘোষ) ভাষা জ্ঞান আগে ঠিক করুক। এখন মানুষে যেমন গাড়ি ভাঙচুর করছে দুদিন পর ছাগলে করবে, কুকুরে করবে, বিড়ালে করবে, সবাই করবে।”
অন্যদিকে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম হতে শুরু করেছে। ইতিমধ্যেই জেলায় জেলায় এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা।