নিজস্ব প্রতিবেদন : গতকাল অর্থাৎ ১৪ই নভেম্বর ছিল চলতি বছরের শিশু দিবস। আর এই শিশু দিবসে সৌমিত্র চট্টোপাধ্যায় কন্ঠে প্রকাশ পায় ‘আবোল তাবোল’। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্ঠে সেই আবৃত্তি প্রকাশিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই চলচিত্র জগতকে অসীম শূন্য করে চলে গেলেন প্রবীণ এই অভিনেতা।
সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ প্রকাশিত হয়েছিল ১৯২৩ সালে। কালজয়ী রচনায় রয়েছে ৫৩ টি গল্প। আর এই গল্পগুচ্ছকে নিয়ে একটি অ্যানিমেটেড সিরিজ তৈরি করার পরিকল্পনা করা হয়। যেখানে আবৃত্তির মুখ্য ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়। এই অ্যানিমেটেড সিরিজের প্রথম পর্ব শনিবার প্রকাশিত হয় ‘মিনিস্ট্রি অফ মিউজিক’ নামে একটি ইউটিউব চ্যানেলে। যখন এই ছড়া সৌমিত্র চট্টোপাধ্যায় পাঠ করেছিলেন তখন তিনি ছিলেন সুস্থ। তবে যেদিন প্রথম প্রকাশিত হলো অর্থাৎ ১৪ নভেম্বর সেদিন তিনি ছিলেন অত্যন্ত সংকটজনক অবস্থায়। আর এরপরই ১৫ নভেম্বর তিনি এই ভুবন ছেড়ে চলেই গেলেন।
‘আবোল তাবোল’-এর অ্যানিমেটেড সিরিজ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয় লকডাউন চলাকালীন। সিরিজ তৈরীর বিষয়ে ওই ইউটিউব চ্যানেলের পরিচালক শিলাদিত্য চৌধুরী প্রস্তাব দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সৌমিত্র চট্টোপাধ্যায় সেই প্রস্তাবে রাজি হয়ে যাওয়ায় ধীরে ধীরে তা শুরু হয় ক্যামেরাবন্দি করার।
ক্যামেরাবন্দি ক্ষেত্রে পরপর দু’দিনেই তা সম্পূর্ণ হয়ে যাই বলে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন শিলাদিত্য চৌধুরী। এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে সব মিলিয়ে চারটি পর্ব প্রকাশিত হবে এবং তা প্রকাশিত হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। তারই প্রথম পর্ব প্রকাশিত হয় শনিবার। আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবিত অবস্থায় এটাই প্রথম পর্ব। পরবর্তীতে আমরা বাকি পর্বগুলি হয়তো প্রকাশিত হতে দেখবো কিন্তু দেখতে পাবেন না তিনি।