আজ থেকে আরও লোকাল ট্রেন, তালিকা প্রকাশ করলো রেল দপ্তর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত ১১ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ার পর ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে লোকাল ট্রেনগুলিতে। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশন থেকে এযাবত রোজ ৮১ টি লোকাল ট্রেন চালানো হচ্ছিল। আর এই ভিড় বাড়তে থাকায় যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তাদের তরফ থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

Advertisements

Advertisements

রেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে হাওড়া ডিভিশনে নতুন করে আরও ১৪ টি লোকাল ট্রেন চলাচল শুরু করবে। অর্থাৎ আজ থেকে এই ডিভিশনে প্রতিদিন ৯৫ টি লোকাল ট্রেন পরিষেবা দিতে শুরু করছে। আর এই বাড়তি ১৪ টি ট্রেনের রুট এবং সময়সূচী প্রকাশ করল রেল বোর্ড।

Advertisements

রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে মানুষের কলকাতাগামী হতে শুরু করেছেন। এর আগে পর্যন্ত তারা লোকাল ট্রেন পরিষেবা না পেয়ে কোন রকম ভাবে নিজেদের এলাকাতেই চালিয়ে নিচ্ছিলেন। তবে ট্রেন পরিষেবা চালু হওয়ায় তারা আবার নিজের নিজের জায়গায় ফিরতে চাইছেন। যে কারণে ট্রেন পরিষেবা চালু হওয়ার পর প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ট্রেনগুলিতে।

তবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও এখনো পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় লোকাল ট্রেন পরিষেবা চালু হয়নি। আর এই সকল এলাকার মানুষেরাও লোকাল ট্রেন পরিষেবা চালু নিয়ে মুখিয়ে রয়েছেন। শুধু মুখিয়ে থাকা নয়, পাশাপাশি তাদের মধ্যে ক্ষোভ বাড়তেও শুরু করেছে। বিভিন্ন স্টেশনে স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা ডেপুটেশন দিতে শুরু করেছেন পুনরায় ট্রেন পরিষেবা চালু করার দাবিতে।

Advertisements