নিজস্ব প্রতিবেদন : বছরের বেশিরভাগ সময়ই লাদাখ এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা খুব নিচে থাকে। আর নভেম্বর মাসে এই এলাকার তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস ৩০ থেকে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডে। আর এই তাপমাত্রায় যে কারো পক্ষেই থাকাটা অসম্ভব হয়ে পড়ে। অসম্ভব হয়ে পড়ে দেশ রক্ষায় সদা সজাগ সেনাবাহিনীদের পক্ষেও। তবে এবার এই তাপমাত্রায় সেনাবাহিনীদের থাকার জন্য উন্নত বন্দোবস্ত করা হলো।
এই মাইনাস তাপমাত্রায় পূর্ব লাদাখে সেনাবাহিনীদের থাকার জন্য স্মার্ট তাঁবুর ব্যবস্থাপনা করা হয়েছে। যে তাঁবুতে এত কম তাপমাত্রাতে থাকতেও কোন অসুবিধা হবে না, থাকবে গরম। এমনকি তাঁবুর মধ্যে সবসময় বিদ্যুৎ, জলের ব্যবস্থা রয়েছে। নভেম্বর মাসে এই এলাকা বরফের চাদরে ঢাকা পড়লেও সেনা কর্মীরা স্বাচ্ছন্দে তাঁবুর ভেতর থাকতে পারবেন।
ভারতীয় সেনার তরফ থেকে বুধবার এবিষয়ে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শীতকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর তরফ থেকে যেন সমস্ত রকম সক্রিয়তা দেখানো সম্ভব হয় তার জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে। এই স্মার্ট তাঁবু, যাতে সমস্ত রকম ব্যবস্থাপনা থাকছে। তাঁবু থাকবে গরম, সব সময়ই জল এবং বিদ্যুৎ সরবরাহ থাকবে। তাঁবুর মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে সোলার এবং বায়ুর মাধ্যমে।
The new Army smart camps being set up in Ladakh are in areas which receive 40 feet of snow with -40 degree temperatures in windchill. Proper heating, water and electricity provision. pic.twitter.com/xTPSePNmx2
— Vishnu Som (@VishnuNDTV) November 18, 2020
প্রসঙ্গত, অন্যান্য বছর নভেম্বর মাসে ঠান্ডার কারণে এই এলাকা থেকে ভারত এবং চীন দুই দেশেরই সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু চলতি বছর জুন মাসের পর থেকে দুই দেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চীন সেনা প্রত্যাহার করার পথে এগোচ্ছে না। তাই ভারতও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ। আর এই অবস্থানকে সুদৃঢ় করতে ভারতে তরফ থেকে এই পদক্ষেপ।