বাংলাদেশের থেকে ভারতের টাকার দাম কম, অনুব্রত মণ্ডল

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার থেকে ভারতের টাকার দাম কমে গেছে। কেন্দ্র সরকারকে আক্রমণ করতে গিয়ে বৃহস্পতিবার টাকার প্রসঙ্গ তুলে আনলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার বীরভূমের আহমেদপুরে তৃণমূলের একটি কর্মী সভা ছিল। সেই কর্মী সভা শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করেন। আর এই তুলোধনা করতে গিয়ে তিনি প্রসঙ্গ টেনে নিয়ে আসেন টাকার মূল্যের। পাশাপাশি বিজেপি চতুর্দিকে মিথ্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন।

Advertisements

অনুব্রত মণ্ডলের এদিন বলেন, “বিজেপি কোন মানুষের উপকার করে নাই। ৬ বছর হল বিজেপি সরকার এসেছে। কিন্তু একজন বিজেপি লিডার দাঁড়িয়ে বলতে পারবে যে আমরা ভারতের জন্য এই উন্নয়নটা করেছি। আমরা পশ্চিমবাংলায় দু’লক্ষ ছেলেকে চাকরি দিয়েছি! বলার ক্ষমতা নাই। খালি মিথ্যা কথা।”

টাকার প্রসঙ্গ টেনে তিনি এদিন বলেন, “আগে আমাদের টাকার দাম ছিল কত। এখন বাংলাদেশ থেকে আমাদের টাকার দাম কমে গেছে। আমাদের দেশের টাকা নেপালে দিলে ১০০ টাকা দিলে আগে ১৬০ টাকা পেতাম। উল্টে এখন আমরা ১১০ টাকা দিলে ১০০ টাকা পাবো। দেশটাকে শেষ করে দিলো। দেশটাকে শেষ করে দিলো এই বিজেপি সরকার। শ্রীলঙ্কার চেয়েও আমাদের টাকার দাম নেমে গেছে। ভুটানের থেকেও ভারতের জিডিপি নেমে গেছে। বাংলাদেশের থেকেও জিডিপি নেমে গেছে। এইটা সরকার চলছে? মিথ্যাবাদী সরকার।”

Advertisements