নিজস্ব প্রতিবেদন : ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) উপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা। এরপর লক্ষীবিলাস ব্যাঙ্কের (Lakshmi Vilas Bank) আর্থিক সংকটের কারণে তাদের গ্রাহকদের নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে। আর এই খবর দেশের প্রতিটি কোণের মানুষ জানেন। তবে এই দুটি ব্যাঙ্ক ছাড়াও আরও একটি ব্যাঙ্ক রয়েছে যার উপরেও এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এই ব্যাঙ্কটি হলো Mantha Urban Cooperative Bank।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে Mantha Urban Cooperative Bank থেকে ১৭ই নভেম্বর ২০২০ থেকে ৬ মাস নির্দিষ্ট করে দেওয়া অঙ্কের বেশি টাকা তুলতে পারবেন না ব্যাঙ্কের গ্রাহকরা। এই ব্যাঙ্কটি মূলত মহারাষ্ট্রের জালনা জেলা নির্ভর ব্যাঙ্ক। তবে এইভাবে একের পর এক ব্যাঙ্কে আর্থিক সংকট অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদের মত কপালে চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিটি ব্যাঙ্কের উপর এমন নজরদারি সাধারণ গ্রাহকদের সঞ্চয়কে নিশ্চিত করছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ব্যাঙ্কের উপর কোনো রকম লোন দেওয়া, লোন রিনিউ করা, টাকা জমা দেওয়া, টাকা তোলা ইত্যাদি বেশিরভাগ বিষয়ের উপরই নিষেধাজ্ঞা জারি করেছে। রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে নভেম্বর মাসের ১৩ তারিখ। আর এই নিষেধাজ্ঞাগুলির সাথেই এই ব্যাঙ্ককে আগামী ৬ মাস কাজ করতে হবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্কিং আইনের ১৯৪৫ এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যাঙ্কের আর্থিক সংকট এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী এছাড়া অন্য কোন বিকল্প ছিল না।