‘শুভেন্দু এখনও দলের অন্যতম যোদ্ধা’, পার্থ চট্টোপাধ্যায়

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে রাজ্য রাজনীতির সবথেকে বড় চর্চার মানুষটি হলেন শুভেন্দু অধিকারী। তাকে বিগত কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় নিজের দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে। পাশাপাশি দলের একাংশ শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগছেন। তবে এসকল জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, ‘শুভেন্দু এখনও দলের অন্যতম যোদ্ধা’।

Advertisements

বৃহস্পতিবার তিনি বীরভূমের তারাপীঠে আসেন তারা মায়ের পূজা দিতে। সেখানে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক, সম্প্রতিতে থাকুক, উন্নয়নে থাকুক। মায়ের কাছে পুজো দিয়ে করোনা মুক্ত রাজ্য চাইলাম।”

Advertisements

পাশাপাশি এদিন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়ুয়াদের অসুবিধার সম্মুখীন হওয়ার কথা সামনে এলে তিনি জানান, “আমরা সমস্ত দিকটা ভাবছি।”

Advertisements

এর পরেই সাংবাদিকরা শিক্ষামন্ত্রীকে রাজ্য রাজনীতির সবথেকে বড় চর্চার মানুষ শুভেন্দু অধিকারীকে নিয়ে। শুভেন্দু অধিকারী সম্পর্কিত প্রশ্ন। প্রশ্ন ওঠে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়ার জল্পনা নিয়ে। শুনেই প্রথমেই শিক্ষামন্ত্রী জানান, “আমার কিছু বলার নেই। শুভেন্দু এখনো আমাদের দলের অন্যতম এক যোদ্ধা, এইটুকুই বলতে পারি।”

অন্যদিকে শুক্রবার শুভেন্দু অধিকারী রামনগরের সভায় বলেন, “মুখ্যমন্ত্রী এখনো আমাকে তাড়ান নি। আমিও দল ছাড়িনি।” তবে শুভেন্দু অধিকারী এবং রাজ্যের তৃণমূল নেতারা বিষয়টি নিয়ে সেভাবে মুখ খুলতে না চাইলেও এখনো জল্পনা টিকে রইলো তা বলাইবাহুল্য।

Advertisements