নিজস্ব প্রতিবেদন : ভারতে TikTok ব্যান হওয়ার পর বিকল্প অ্যাপ হিসাবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল Snack Video। কিন্তু এবার এই অ্যাপটিকেও নিষিদ্ধ ঘোষণা করলো ভারত সরকার। Snack Video-এর পাশাপাশি মঙ্গলবার আরও ৪২ টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হলো ভারত সরকারের তরফ থেকে।
Ministry of Electronics and Information Technology, GoI (@GoI_MeitY) issued an order today under section 69A of the Information Technology Act blocking access to 43 mobile apps in India.
More details – https://t.co/l9pwJKk3un@PIB_India @MeityPib @rsprasad @SanjayDhotreMP
— Ministry of Electronics & IT (@GoI_MeitY) November 24, 2020
এদিন মোট ৪৩টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করার সময় ভারত সরকারের তরফ থেকে জানানো হয়, কেন্দ্রীয় তথ্য আইনের ৬৯-এ ধারাই এই সকল অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হচ্ছে। এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করার কারণ হিসাবে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব, অখন্ডতা, প্রতিরক্ষা বিষয়ক সুরক্ষা এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই অ্যাপগুলি অত্যন্ত ক্ষতিকর। যে কারণে এসব দিক বিবেচনা করে ভারত সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাপ নিষিদ্ধ করার ক্ষেত্রে মঙ্গলবার ভারত সরকারের তরফ থেকে যে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে তাদের বেশিরভাগই রয়েছে ডেটিং অ্যাপ। এই সকল অ্যাপগুলির মাধ্যমে ভারতীয় সেনার তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সাইবার ক্রাইম বিভাগ থেকে এই সকল অ্যাপগুলি নিয়ে নেতিবাচক আশঙ্কা প্রকাশ করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। অ্যাপগুলির মধ্য দিয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস হচ্ছিলো বলেও দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, ভারত প্রথম চিনা অ্যাপ নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে ২৯ শে জুন। প্রথম দফায় ৫৯টি এবং পরে ২৮ সেপ্টেম্বর ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করা হয় ভারত সরকারের তরফ থেকে। এই সকল নিষিদ্ধ হওয়া অ্যাপের তালিকায় রয়েছে টিকটক, ইউসি ব্রাউজার, ক্যামস্ক্যানার, পাবজি ইত্যাদি জনপ্রিয় চিনা অ্যাপ।
জুন মাসের ১৫ তারিখ পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা ভারত চীন সেনা সংঘর্ষ পর ভারতের ২০ জন সেনা শহীদ হন। আর এই ঘটনার পর থেকেই চীনকে অর্থনৈতিকভাবে কাবু করতে ভারত সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। একাধিক চিনা সংস্থার বরাত ভারত সরকারের তরফ থেকে বাতিল করা হয়। আর এসবের পাশাপাশি চলতে থাকে চীনা অ্যাপ নিষিদ্ধ করার প্রক্রিয়া।