নিজস্ব প্রতিবেদন : দেশের কয়েকটি রাজ্যে নতুন করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আর এই পরিস্থিতির দিকে নজর রেখে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নাইট কার্ফু জারি করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরেই দেশের বিভিন্ন রাজ্যে নাইট কার্ফু জারি হওয়া নিয়ে শুরু জল্পনা। মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে নয়া কোভিড গাইডলাইন প্রকাশ করে বেশ কিছু বিধিনিষেধের কথা বলা হয়েছে। এই সকল গাইডলাইন জারি হবে ১লা ডিসেম্বর থেকে এবং তা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
কেন্দ্রের নয়া গাইডলাইন
১) কনটেইনমেন্ট জোনগুলিতে শুধুমাত্র জরুরী পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। কঠোরভাবে অন্যান্য বিধি-নিষেধ কার্যকর করতে হবে। এবিষয়ে কড়া নজরদারি চালাবে জেলা প্রশাসন, পুলিশ এবং পৌরসভা। আর এই সকল আধিকারিকদের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল।
২) কনটেইনমেন্ট জোনগুলিতে বাড়ি বাড়ি সমীক্ষা চালানোর জন্য বিশেষ দল তৈরি করতে হবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।
৩) পরিস্থিতির উপর নজর রেখে স্থানীয়ভাবে বিধি-নিষেধ জারি করতে পারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। যেমন নাইট কার্ফুর কথা বলা হয়েছে। তবে কেন্দ্র সরকারের সাথে আলোচনা না করে কোন ধরনের লকডাউন ঘোষণা করতে পারবেনা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল।
৪) কঠোরভাবে মাস্ক পরা, হাত ধোঁয়া এবং শারীরিক দূরত্ব বজায় রাখার মত বিষয়গুলি নিশ্চিত করতে হবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।
৫) বাড়ির বাইরে বের হলে এবং কাজের জায়গায় মাস্ক না পরলে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। প্রয়োজনে জরিমানা ধার্য করার কথাও বলা হয়েছে।
MHA Guidelines for Surveillance, Containment and Caution
States/ UTs mandated to strictly enforce containment measures, SOPs on various activities and COVID-Appropriate behavior and exercise caution and regulate crowds
Press release-
https://t.co/KNK5RPJySE pic.twitter.com/eWb1witLkd
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) November 25, 2020
৬) বাজার, হাট, গণপরিবহনের মত ভিড় জায়গায় সমস্ত রকম কোভিড প্রোটোকল মেনে চলার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আর সেগুলিকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কঠোরভাবে প্রণয়ন করতে হবে।