নিজস্ব প্রতিবেদন : করোনাকালে দীর্ঘ আট মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজ। এমত অবস্থায় কিভাবে সম্পূর্ণ সিলেবাস নিয়ে পরীক্ষা করানো সম্ভব হবে তাই এখন মাথাব্যথা বোর্ডের। আর এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এলো রাজ্য সরকার।
এবিষয়ে বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং সিলেবাস কমিটি একসঙ্গে পরীক্ষার সিলেবাস নিয়ে রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল। আর সেই প্রস্তাব মেনে নিলো রাজ্য সরকার। প্রস্তাব অনুযায়ী আগামী বছর যে সকল পরীক্ষার্থীরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কম করা হলো।”
তবে এই ঘোষণার পরেই একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। যা হলো, সিলেবাসের কোন কোন অংশ বাদ পড়বে তা কিভাবে বুঝতে পারবেন পড়ুয়ারা। এবিষয়ে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, “মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার বাদ দেওয়া হল তা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে।”