ইস্তফা দিলেন শুভেন্দু, HRBC-র নতুন চেয়ারম্যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ আলোচনার পরেও শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার ইতি টানা সম্ভব হচ্ছে না শাসক দলের পক্ষে। প্রতিদিনই কিছু না কিছু আছেই। আর এমত অবস্থাতেই নতুন জল্পনার শুরু HRBC-র চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীর সরে যাওয়া এবং সেই জায়গায় চেয়ারম্যান পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বসাকে ঘিরে।

Advertisements

জানা গিয়েছে, বাঁকুড়া সফর শেষ করে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরতেই হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এরপর শুভেন্দু অধিকারীর ওই জায়গায় বৃহস্পতিবার বসানো হলো শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

Advertisements

একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, HRBC-র চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে এবং সেই পদের দায়িত্বভার বৃহস্পতিবার থেকেই গ্রহণ করার কথা বলা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পদ সামলাবেন তিনিই। আর এই নির্দেশের কপি শুভেন্দু অধিকারী সহ পরিবহন দপ্তরের অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদের পাঠানো হয়েছে।

Advertisements

পরিবহন দপ্তরের অধীনে থাকা এই গুরুত্বপূর্ণ পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বসানো নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে দল শুভেন্দু অধিকারীকেও কড়া বার্তা দিতে চাইছে। কারণেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই দিন কয়েক আগে কারোর নাম না করে বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেই মিউনিসিপ্যালিটির বাইরে আলু বেচতিস রে….আলু বেচতিস।”

যদিও এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব এর আগেও সামলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের আগে পর্যন্ত তিনি এই পদে ছিলেন। আর এই পুরাতন পদে পুনরায় বসার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন আমি তা পালন করবো। যদিও এপ্রসঙ্গে শুভেন্দু অধিকারীর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisements