নিজস্ব প্রতিবেদন : পেনশনভোগীদের ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট সবথেকে গুরুত্বপূর্ণ। এই লাইফ সার্টিফিকেট জমা না দেওয়া হলে আটকে যায় অবসরপ্রাপ্তদের শেষ সম্বল পেনশন। আর এই জায়গায় এবার কেন্দ্রের তরফ থেকে EPFO পেনশন প্রাপকদের জন্য একটি সুখবর দেওয়া হলো। EPFO পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা অনেকটাই বাড়ালো কেন্দ্র।
দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে এর আগের নির্দেশিকায় বলা হয়েছিল ডিসেম্বর মাসের ৩১ তারিখের মধ্যে তা জমা দিতে হবে। এর আগে যা ছিল নভেম্বরের শেষ দিন পর্যন্ত। অর্থাৎ পূর্বঘোষণা এক মাস বাড়ানো হয়েছিল লাইফ সার্টিফিকেট জমা দেয়ার সময়সীমা। আর এবার সেই সময়সীমা আরও বাড়ানো হলো।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, “করোনা সংক্রমণ, আর তাতে বয়স্কদের বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে ইপিএফও ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলো।” অর্থাৎ নতুন নির্দেশিকা অনুযায়ী EPFO পেনশন প্রাপকরা তাদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে এখনো হাতে তিন মাস সময় পাচ্ছেন।
কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দেশের ৩৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া থাকুক বা না থাকুক আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত পেনশনভোগীরা তাদের পেনশন যথাসময়ে পেয়ে থাকবেন।