নিজস্ব প্রতিবেদন : দেশে সরকারি এবং বেসরকারি হাজার হাজার ব্যাঙ্কের শাখা থাকলেও কোটি কোটি মানুষ পোস্ট অফিস (Post Office) অর্থাৎ ডাকঘরের উপর নির্ভরশীল। বিশেষ করে প্রান্তিক এলাকার বাসিন্দারা। তাদের এই নির্ভরশীলতার মূল কারণ হলো বিশ্বাস। বিশ্বাসকে ভর করেই এই কোটি কোটি মানুষ বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা পোস্ট অফিসে নিজেদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় রাখেন। পাশাপাশি পোস্ট অফিসের তরফ থেকেও গ্রাহকদের বেশ কিছু আলাদা সুবিধা দেওয়া হয়ে থাকে যা মূলত ব্যাঙ্কগুলিতে পাওয়া যায় না। কিন্তু এই পোস্ট অফিসই এবার মধ্যবিত্তের মাথায় আলাদা করে চাপ বাড়ালো।
পোস্ট অফিসের ঘোষণা অনুযায়ী এবার থেকে তাদের সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মিনিমাম (Minimum Balance) অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়মে পরিবর্তন করা হলো। আর এই নিয়ম পরিবর্তনের ফলে এক ধাক্কায় ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা অনেকটাই বেড়ে গেল। আর্থিক বছরের শেষে অ্যাকাউন্টে ওই ন্যূনতম ব্যালেন্স না রাখলে জরিমানা গুনতে হবে গ্রাহকদের। এমনকি যদি জরিমানা গুনতে গুনতে অ্যাকাউন্টের ব্যালেন্স যদি তলানিতে ঠেকে যায় অর্থাৎ শূন্য হয়ে পড়ে তাহলে বন্ধ হয়ে যাবে সেই অ্যাকাউন্ট।
নতুন এই নিয়ম সম্পর্কে পোস্ট অফিসের (India Post) তরফ থেকে গত শুক্রবার টুইট করে জানানো হয়েছে, এখন থেকে পোস্ট অফিসে সেভিংস ন্যূনতম ৫০০ টাকা রাখা বাধ্যতামূলক। আগামী ১১ই ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হচ্ছে। জরিমানা থেকে বাঁচার জন্য নিয়ম মেনে চলুন।
নতুন এই নিয়মের ঘোষণার আগে পর্যন্ত পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স রাখতে হতো অনেকটাই কম। সুবিধার ভিত্তিতে ন্যূনতম ব্যালেন্স শুরু হতো মাত্র ১০০ টাকা থেকে। আর এই অল্প ন্যূনতম ব্যালেন্স রেখে সেভিংস অ্যাকাউন্টের সুবিধা মেলার কারণে বহু গরিব থেকে মধ্যবিত্ত মানুষ উপকৃত হতেন। কিন্তু এবার এই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ বাড়িয়ে দেওয়া ওই সকল মানুষেরা অসুবিধার সম্মুখীন হবেন বলেই মনে করা হচ্ছে। যে কারণে পোস্ট অফিসের এমন সিদ্ধান্তের পর মিশ্র প্রতিক্রিয়া মিলছে গ্রাহকদের থেকে।
Now maintaining minimum balance in Post Office Savings Account is mandatory.#MyPostIndiaPost pic.twitter.com/M8VxJht270
— India Post (@IndiaPostOffice) November 28, 2020
প্রসঙ্গত, পোস্ট অফিস ব্যাঙ্কের মতোই গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে সকল সুবিধা পাওয়া যায় পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেই সকল সুবিধা পাওয়া যায়। আবেদনের ভিত্তিতে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকরা এটিএম কার্ড, চেকবুক, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সমস্ত রকম সুবিধা পেয়ে থাকেন।