খালি গলায় ৩ বছরের খুদে প্রজ্ঞার গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়া যখন ছিল না, তখন অনেক প্রতিভায় অনায়াসে হারিয়ে যেতো। পড়াশুনার চাপে, দৈনন্দিন ব্যস্ততার মধ্যে অনেক প্রতিভায় আত্মপ্রকাশের কোন সুযোগ না পেয়ে ভেতরে ভেতরে গুমড়ে মরে যেত।

Advertisements

Advertisements

কিন্তু আজ সোশ্যাল মিডিয়া সেই প্লাটফর্মটা এনে দিয়েছে, যার ফলে দেশের যে কোনো প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা খুদে প্রতিভারাও অতি সহজেই আত্মপ্রকাশ করতে পারে। আবার এই সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে ভাইরাল হয়েই সুনাম অর্জন করে প্রজ্ঞা মেধা সরকারের মতো অসংখ্য খুদে প্রতিভারা।

Advertisements

২০১৯ সালে প্রঞ্জা মেধা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল লতা মঙ্গেশকরের একটি গান গেয়ে। শিল্পের তাগিদে নয়, নিছক মনের আনন্দে খামখেয়ালিবশত লতাজির গাওয়া ‘লাগ যা গালে’ গানটি গাইতে শুরু করে দুই বছরের প্রজ্ঞা। এত ছোট বয়সেও পরিণত বোধের সেই গান গেয়ে রাতারাতি নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছিল প্রজ্ঞা। এরপর মুহুর্তের মধ্যে সেই গানের ভিউ বাড়ার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সেও প্রশংসা বাক্য উপচে পড়তে থাকে। রাতারাতি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও, তারপর প্রজ্ঞা মেধা বহুবার নানা রকম গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সম্প্রতি আবারও একটি গান গেয়ে ভাইরাল হয়েছে খুদে প্রজ্ঞা। সাম্প্রতিককালের ভিডিওটিতে ২০২০ এর দুর্গা পুজো উপলক্ষে একটি গান গাইতে দেখা গেল প্রজ্ঞাকে। শারদীয়ার আনন্দে মশগুল প্রজ্ঞা তার ভক্তদের জন্য গেয়েছে পুজোর আমেজ নিয়ে লেখা ‘আয়রে ছুটে আয়’ গানটি। অন্তরা চৌধুরীর লেখা ও সলিল চৌধুরীর কম্পোজিশনে করা এই গানটি তিন বছরের একটি ছোট মেয়ের পক্ষে গাওয়া যথেষ্ট‌ই কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটি অবলীলাক্রমে করে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে প্রজ্ঞা।

সপ্তমীর রাতে শেয়ার করা প্রজ্ঞার এই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ৫০ হাজারেরও বেশি মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন। পাঁচ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন। অসংখ্য মানুষ এই ভিডিওর কমেন্ট বক্সে প্রজ্ঞার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন। তিন বছর বয়সেই যে খুদে শিশু এত সুন্দর গাইতে পারে, পরিনত বয়সে তার প্রতিভা যে আরও বিকশিত হবে তা বলাই বাহুল্য।

Advertisements