কৃষক বিক্ষোভ নিয়ে বেফাঁস মন্তব্য কানাডার প্রধানমন্ত্রীর, পাল্টা জবাব ভারতের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে চলা কৃষক বিক্ষোভ নিয়ে বিশ্বের প্রথম কোন রাষ্ট্রপ্রধান হিসেবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে বিশ্ব জুড়ে। আর কানাডার প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দিলো ভারতও।

Advertisements

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এদিন দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য করেন উদ্বেগজনক। আর এই উদ্বেগজনক মন্তব্য করার পাশাপাশি আরও একধাপ এগিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের জন্য সব সময় পাশে থাকবে কানাডা।

Advertisements

গুরু নানকের ৫৫১ তম জন্ম দিবসে অনলাইনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এহেন মন্তব্য করেন। তিনি বলেন, “ভারত থেকে কিশোরদের বিক্ষোভ নিয়ে যে সকল খবর আসছে তা স্বীকার না করলে আমার অনুশোচনা হবে। পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আমরা সবাই ওদের পরিবার এবং বন্ধুদের জন্য চিন্তিত। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের জন্য কানাডা সবসময় পাশে থাকবে। আমরা আলোচনায় বিশ্বাস করি। উদ্বেগের বিষয়টি ভারতকে সরাসরি জানাবো।”

Advertisements

তবে কানাডার প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে ভারত সরকার থেকে শুরু করে শিবসেনা। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব পাল্টা জবাবে বিবৃতি দিয়ে জানিয়েছেন, “ভারতের কৃষকদের সম্পর্কে কানাডার নেতারা অনেক কিছুই ভুল তথ্য জেনে বসে রয়েছেন। এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। গোটা বিষয়টি ভারতের একেবারেই নিজস্ব বিষয়।”

পাশাপাশি জাস্টিন ট্রুডোর এহেন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে শিবসেনাও। শিব সেনার দল নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইট করে লিখেছেন, “প্রিয় ট্রুডো, ভারতকে নিয়ে আপনার এতো উদ্যোগ আমাদের অবাক করেছে। তবে ভারতের নিজস্ব কোন বিষয় অন্য কারোর সমালোচনার বিষয় বস্তু হতে পারেনা।” পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এটাও জানিয়েছেন যে, “অন্য কেউ এর সুযোগ নেওয়ার আগে দ্রুত কৃষকদের সমস্যার সমাধান করুন।”

Advertisements