অমরনাথ দত্ত : দীর্ঘ নয় মাসের অবসানের পর অবশেষে বুধবার থেকে ২৭ জোড়া আন্তঃজেলা ট্রেন নিয়ে পুনরায় নন সাবার্বান ট্রেন পরিষেবা চালু হলো। তবে এই ট্রেন পরিষেবা চালু হতেই নয়া বিপত্তি। বীরভূমের প্রান্তিক স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা যায়। যার পরেই ব্যাহত ট্রেন পরিষেবা। বলাই বাহুল্য পরিষেবার প্রথম দিনেই দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা।
রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পার হওয়ার পরেই প্রান্তিক স্টেশনের কাছে লাইনে ফাটল লক্ষ্য করা যায়। আর সেই ফাটল রেল কর্মীদের নজরে আসতে তৎপরতার সাথে তা মেরামতির কাজ শুরু করা হয়। ফাটল অবস্থায় ওই লাইনের উপর দিয়ে কোন ট্রেন পেরিয়ে গেলে ট্রেনটি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকতো বলে জানিয়েছেন রেলকর্মীরা।
প্রান্তিক স্টেশনের এক রেলকর্মী প্রদীপ্ত নারায়ন ভট্টাচার্য জানিয়েছেন, “কাঞ্চনজঙ্ঘা যাওয়ার পরে ওয়েল্ড ফেলিওর হয়েছিল। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে এবং মেরামতির ব্যবস্থা করা হয়। বিষয়টি নজরে না এলে ওই লাইনের উপর দিয়ে ট্রেন গেলে উল্টে যাওয়ার ভয় থাকতো। তবে তা সঙ্গে সঙ্গে নজরে আসায় তৎপরতার সাথে রেলকর্মীরা মেরামতির কাজে হাত লাগায়।”
দীর্ঘ নয় মাস পর আন্তঃজেলা ট্রেন পরিষেবা চালু হওয়ার পর প্রথম দিনেই এমন বিপত্তি স্বাভাবিকভাবেই সাধারণ যাত্রীদের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। রেল কর্মীরাও একপ্রকার স্বীকার করে নিয়েছেন যে, এই ঘটনায় বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতেই পারত।