নিজস্ব প্রতিবেদন : দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কর্পোরেট ব্যাঙ্ক হলো HDFC ব্যাঙ্ক। আর এবার এই ব্যাঙ্ককে RBI-এর তরফ থেকে নির্দেশ দেওয়া হলো একাধিক নয়া কাজকর্ম চালু বন্ধ রাখার জন্য। যদিও এই নির্দেশিকায় ব্যাঙ্কের ব্যবসার কোন ক্ষতি হবে না বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু কেন এমন নির্দেশিকা দেওয়া হয়েছে?
আপাতত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া HDFC ব্যাঙ্ককে সাময়িকভাবে নতুন ক্রেডিট কার্ড (Credit Card) এবং নতুন ডিজিটাল কাজকর্ম চালু করতে নিষেধ করা হয়েছে। HDFC ব্যাঙ্ককে এই নির্দেশিকা পাঠানো হয়েছে গত ডিসেম্বর মাসের ২ তারিখ। আর এই নির্দেশিকার কারণ রয়েছে যান্ত্রিক বিভ্রাট।
HDFC ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, “প্রাথমিক তথ্য ভান্ডারে বিদ্যুৎ বিভ্রাটের জন্য গত নভেম্বর মাসের ২১ তারিখ ইন্টারনেট ব্যাঙ্কিং সহ গত দু’মাস মোবাইল ব্যাঙ্কিং ও অন্যান্য ব্যাঙ্কের লেনদেনগুলিতে বিভ্রাট দেখা দেয়। যে কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নির্দেশিকা জারি করেছে।” পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সমস্ত খামতি খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
Our MD's Communication to customers on the RBI order. pic.twitter.com/0z9jomsYqz
— HDFC Bank (@HDFC_Bank) December 3, 2020
আর এই নির্দেশের পর HDFC ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, “কেবলমাত্র নতুন ক্রেডিট কার্ড এবং নতুন ডিজিটাল কাজকর্ম চালু করার ক্ষেত্রে বিধি-নিষেধ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যে বিভ্রাট তৈরি হয়েছে তা ঠিক করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এই নির্দেশিকার ফলে পুরাতন গ্রাহক এবং ব্যাঙ্কের অন্যান্য পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটবে না।”