নিজস্ব প্রতিবেদন : স্টেশনে তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে অথবা নামতে গিয়ে অসাবধানতাবশত বহু যাত্রীকেই দুর্ঘটনার কবলে পড়তে হয়। রেলের তরফ থেকে বারংবার সাবধানতা অবলম্বন করার বার্তা দেওয়া হলেও এমন ঘটনার খামতি নেই। করোনাকালে মাস খানেক আগেই মহারাষ্ট্রে এমন ঘটনা চোখে পড়েছিল। আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো হাওড়া স্টেশনে।
মহারাষ্ট্রের ঘটনায় লক্ষ্য করা গিয়েছিল এক রেল পুলিশের তৎপরতায় প্রাণ ফিরে পান ওই যাত্রী। আর হাওড়া স্টেশনের ক্ষেত্রেও একইভাবে এক RPF এর তৎপরতায় কোনক্রমে প্রাণে বাঁচেন ওই যাত্রী।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বৈকাল সাড়ে পাঁচটা নাগাদ হাওড়া স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে রওনা দেয় বর্ধমান মেন লোকাল। আর ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোর সময় কোন কারণে এক যাত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন। আর সে সময় ওই ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে যখন ট্রেনের মাঝে যাওয়ার উপক্রম ঠিক সেসময় কর্তব্যরত ওই RPF ঝাঁপিয়ে ওই জাতিকে রক্ষা করেন।
যাত্রীর প্রাণ রক্ষা করা ওই RPF কনস্টেবলের নাম জানা গিয়েছে মাইকেল সরেন। অন্যদিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া ব্যক্তি হলেন বিপ্লব চট্টোপাধ্যায়। তিনি বর্ধমানের কারবালা এলাকার বাসিন্দা। ঘটনার পর তিনি অল্প বিস্তর চোট পান।
रेलवे सुरक्षाकर्मी की सतर्कता से हावड़ा, कोलकाता में चलती ट्रेन से गिरने वाले यात्री की जान बची।
मेरा पुनः सब से अनुरोध है कि ट्रेन के चलते समय और रेलवे परिसर में सभी आवश्यक सावधानियों व नियमों का पालन करें, आपका जीवन अमूल्य है। pic.twitter.com/Z36B4L5137
— Piyush Goyal (@PiyushGoyal) December 4, 2020
আর এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ হতেই ওই RPF কনস্টেবলের প্রশংসায় পঞ্চমুখ হন অন্যান্য যাত্রীরা। পাশাপাশি এটাও জানা গিয়েছে যে পূর্ব রেলের তরফ থেকে ওই RPF কনস্টেবল মাইকেল সরেনকে পুরস্কৃত করা হবে।