বস্তা দিয়ে তৈরি প্যান্ট বিকোচ্ছে মলে, ছবি দেখে হাসির রোল নেটদুনিয়ায়

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এটা স্টাইলের যুগ রে বাবা! আর এই স্টাইল আর ফ্যাশনের যুগে কত কিনা দেখতে হচ্ছে। ছেঁড়া প্যান্ট থেকে ছেঁড়া জামা-ই এখন ফ্যাশনের দুনিয়ার অন্যতম অঙ্গ। আর এসব দেখে বারংবার ব্যঙ্গ করতে দেখা গিয়েছে নেট নাগরিক থেকে সমাজের বিশিষ্টজনেদের। তবে এবার এই ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্টের মত ফ্যাশনকেও ছাড়িয়ে গেল প্যান্টের নতুন এক ফ্যাশন।

Advertisements

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং একটি ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে, একটি মলের মত দোকানে বস্তা দিয়ে তৈরি করা একটি প্যান্ট ঝোলানো রয়েছে বিক্রির জন্য। প্যান্টটিতে রয়েছে বিক্রিত সংস্থার ট্যাগ। আর তা দেখেই হাসির রোল নেটনাগরিকদের মধ্যে।

Advertisements

বস্তা দিয়ে তৈরি প্যান্ট! ঠিকই পড়ছেন। আর ছবিতে যেটি দেখতে পাচ্ছেন সেটিই সত্যি। আর দোকানের সামনে টাঙ্গানো সেই বস্তা দিয়ে তৈরি প্যান্টের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অরুণ বোথ্রা নামে এক IPS অফিসার।

আর এই ছবি দেখার পর সাধারণ মানুষদের প্রতি প্রশ্ন তাহলে কি ওই প্যান্ট সত্যিই বস্তা দিয়ে তৈরি? একটু ভালো করে দেখলে দেখা যাবে প্যান্টের বাইরের অংশে রয়েছে আলু কিংবা পিঁয়াজের বস্তার মতো নীল রং দিয়ে সাল, তারিখ, দাম, পরিমাণ লেখা। তবে প্যান্টের ভিতর রয়েছে মোলায়েম কাপড় দিয়ে আরও একটি স্তর। পাশাপাশি উপরের অংশ আবার দড়ি দিয়ে বাঁধা। সেলাই যেন ঘরোয়া সাদা মোটা সুতো দিয়ে।

আর এই ছবি দেখার পর নেট নাগরিকদের মধ্যে নানান প্রতিক্রিয়া শুরু হয়েছে। অরুণ বোথরার পোস্ট করা ছবি দেখে আর এক IPS অফিসার অবনীশ শরণ মজা করে লিখেছেন, “সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশি পণ্য।” আবার IFS অফিসার পরভিন কাসওয়াল লিখেছেন, “মা যেন দেখে না ফেলে। তাহলে পুরাতন দু’চারটে চিনির বস্তা সেলাই করে প্যান্ট তৈরি করে দেবে।”

Advertisements