রান্নার গ্যাসের দাম বাড়লো না কমলো, জানার সহজ পদ্ধতি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের শুরুতে কেন্দ্রীয় তেল প্রস্তুতকারী সংস্থাগুলি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। আর সেই দাম অনুযায়ী সারা মাস একই রকম থাকে রান্নার গ্যাসের দাম। আবার কোন কোন ক্ষেত্রে মাসের মাঝেও সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়ে থাকে। যেমনটা আমরা লক্ষ্য করা গিয়েছিল গত দিল্লির বিধানসভা নির্বাচনের পর। কিন্তু প্রশ্ন হলো কীভাবে বুঝবেন রান্নার গ্যাসের দাম বাড়লো বা কমলো?

Advertisements

Advertisements

মূলত আমাদের দেশে Indane, HP Gas এবং Bharat Gas রান্নার গ্যাস সরবরাহ করে থাকে। আর এই সকল সংস্থার গ্রাহকরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনে নিতে পারেন তাদের প্রতিমাসে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম কত হচ্ছে। তবে এই সকল সংবাদ মাধ্যমের উপর নির্ভরশীল না হয়েও অতি সহজেই প্রতিদিন আপনি আপনার এলাকার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জেনে নিতে পারবেন।

Advertisements

আমাদের দেশে আলাদা আলাদা তিনটি তেল প্রস্তুতকারী সংস্থা রান্নার গ্যাস সরবরাহ করে থাকলেও প্রতিমাসে তাদের দাম একই থাকে। অর্থাৎ আপনি Indane, HP Gas এবং Bharat Gas এই তিনটি সংস্থার মধ্যে যে কোন সংস্থারই গ্রাহক হয়ে থাকুন না কেন আপনাকে সমমূল্য প্রদান করতে হয়। পাশাপাশি আপনি রান্নার গ্যাস সিলিন্ডার বুক করার জন্য সমমূল্যের ভর্তুকিও পাওয়া যায়। সুতরাং যে কোন একটি সংস্থার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জানা থাকলেই অন্যান্য সংস্থার সিলিন্ডারের দামও জানতে পারবেন।

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সহজে জানার জন্য আপনাকে যেতে হবে indane সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের https://iocl.com/Products/Indanegas.aspx লিঙ্কে। সেখানে আপনি প্রতি মাসে ১৪.২ কেজি এবং ১৯ কেজি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম দেখে নিতে পারবেন অতি সহজে। এর পাশাপাশি এই ওয়েবসাইটে আপনি গত মাসে কত দাম ছিল বা এর আগের ম্যাচগুলিতে কত দাম ছিল তাও জানতে পারবেন সহজেই।

Advertisements