অমরনাথ দত্ত : রাজ্যে বিজেপির আসন পাওয়া নিয়ে শনিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ভবিষ্যৎবাণী করে জানিয়েছিলেন, ‘বড়জোড় ২০ টা’। আর রবিবার তার ভবিষ্যৎ বার্তায় সেই সংখ্যাটা আরও কমে গেল। রবিবারের ভবিষ্যদ্বাণীতে জানালেন, “খুব বেশি পেলে ৫-৬ টা”।
বিজেপি নেতাদের তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে রাজ্যের তৃণমূল সরকার নির্বাচনের আগেই পড়ে যাবে। কারণ হিসেবে তারা উল্লেখ করছেন দলের অন্দরের কোন্দল। আর এরই মাঝে দিলীপ ঘোষ দাবি করেন, “মে মাসের মধ্যে বিজেপি ২০০ টি আসন নিয়ে সরকার গড়বে। আর তৃণমূল ৪০ টি আসনও পাবে না।” আর এরই পাল্টা জবাব দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
বোলপুরে কর্মী সভা শেষে অনুব্রত মণ্ডল বলেন, “মাঝে মাঝে রাতে ও ভোর বেলায় স্বপ্ন দেখে। স্বপ্ন দেখা ভালো। তবে স্বপ্ন সত্যি হয় না। ও ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছে। ওর স্বপ্ন কোনদিনও ঠিক হবে না। যে মুখের ভাষা ঠিক জানে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হা_মি বলতে পারে। যে মহিলাকে হা_মি বলে, মানুষ তাকে ভোট দেবে?”
এর পরেই তিনি বলেন, “আমি আজকের তারিখে বলে রাখছি ২২০-২৩০। আগেও ষোলোতে বলেছিলাম ২১০ থেকে ২২০। ২১১ হয়েছে।”
এরপরেই প্রসঙ্গ আসে তাহলে বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি কতগুলো আসন পাবে? আর এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “খুব বেশি হলে ৫-৬ টা পাবে। খুব বেশি পেলে। তৃণমূলের মূল বিরোধী হচ্ছে সিপিএম কংগ্রেস জোট। বিজেপি কোন প্রভাব ফেলতে পারবে না। লোকসভায় ওরা আবার একটা ভাওতা মেরে ভোটে জিতেছিল। বলেছিল আমরা ১৫ লক্ষ টাকা টা দিতে পারি নাই। এই ভোটের পর আমরা ১৫ লক্ষ টাকাটা দিয়ে দেবো। আবার একটা মিথ্যা কথা বলে ভোট চেয়েছিল।”