৬ বছরের খুদে যমজ তানিমুনির গলায় ফুটে উঠলো ‘পাপা কেহেতে হে’

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১৯৮৮ সালের ‘কয়ামত সে কয়ামত তক’ সিনেমার সেই চিরসবুজ গান ‘পাপা কেহেতা হে বড়া নাম কারেগা’ ফের একবার ফুটে উঠলো ৬ খুদে যমজ তানিমুনির গলায়। আর এই গান নতুন করে খুদেদের মুখ থেকে শুনে বেজায় খুশি নেট নাগরিকরা।

Advertisements

Advertisements

মধ্যমগ্রামের দোলতলার সৃজন মিডল্যান্ডের বাসিন্দা এই খুদে যমজ দীর্ঘদিন ধরেই দ্বৈতকন্ঠে গান গেয়ে সোশ্যাল নাগরিকদের নজর কাড়ছেন। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি তাদের টিভির পর্দায়, নিজেদের এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে সকলের মন জয় করতে দেখা গিয়েছে। বিভিন্ন শিল্পীদের গাওয়া গান নিজেদের গলায় নিজস্ব আঙ্গিকে গাওয়ার পাশাপাশি বর্তমানে তারা নিজেদের অ্যালবামের গান গেয়েছে। আর এই প্রতিটি ক্ষেত্রেই তাদের দুজনকে নজর কাড়তে দেখা গিয়েছে।

Advertisements

সম্প্রতি তারা আমির খান এবং জুহি চাওলা অভিনীত ১৯৮৮ ‘কয়ামত সে কয়ামত তক’ সিনেমার ‘পাপা কেহেতা হে বড়া নাম কারেগা’ গানটি গেয়েও তাক লাগাতে দেখা গিয়েছে। তাদের গলায় নতুন আঙ্গিকে এই গান ইতিমধ্যেই ১০ হাজারের বেশি শেয়ার, দু লক্ষের বেশি লাইক সংগ্রহ করেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি অজস্র মানুষের শুভেচ্ছাবার্তা ভরিয়ে দিয়েছে তাদের।

প্রসঙ্গত, ‘পাপা কেহেতা হে বড়া নাম কারেগা’ গানটি মজরু সুলতানপুরীর লেখা। আর এই গানটি সিনেমায় কে ছিলেন উদিত নারায়ন। দেখতে দেখতে এই গান ৩২ বছর পুরাতন হয়ে গেলেও এতোটুকু জনপ্রিয়তা হারায় নি।

Advertisements