গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আরোগ্য কামনা রাজ নেতাদের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বুধবার অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা থাকার পর এদিন দুপুরে তাকে ভর্তি করা হয় উডল্যান্ড হাসপাতালে। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

Advertisements

চিকিৎসক ফুয়াদ হালিম জানিয়েছেন, সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হওয়ার পর শরীরে অক্সিজেনের মাত্রা ৭০ এর নিচে নেমে যাওয়ায় বুদ্ধ বাবুকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই তার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। বুদ্ধদেব বাবুর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। নিয়মমতো বাকি সমস্ত পরীক্ষাও করা হবে। আর সেই সকল পরীক্ষার পরেই তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে বুলেটিন পেস করবেন চিকিৎসকরা।

Advertisements

বুদ্ধদেব বাবু দীর্ঘদিন ধরেই অসুস্থ। দীর্ঘদিন ধরেই তার অক্সিজেন সাপোর্ট লাগে। যে কারণে বাড়িতেই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল লাগানো থাকে তাঁর। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, গত ১৫ বছর ধরে সিওপিডির সমস্যা রয়েছে বুদ্ধদেব বাবুর। আর সেই সময় কিছুটা বেড়ে গিয়েছে। যদিও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসার জন্য একটি ছয় সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

Advertisements

অন্যদিকে তার অসুস্থতার খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনায় রাজ নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে লিখেছেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনেছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লিখেছেন, “শুনলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ বাবু অসুস্থ। বিষণ্ণ হলাম, দ্রুত ওনার আরোগ্য কামনা করি।”

Advertisements