নিজস্ব প্রতিবেদন : বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নিরাপত্তা গাফিলতি রয়েছে রাজ্য সরকারের। ইতিমধ্যেই এমন অভিযোগ তোলে বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দেওয়া হয়েছে। এর পাশাপাশি নাড্ডা এবং অন্যান্য বিজেপি নেতা-কর্মীদের গাড়ির উপর লাঠি ও পাথর ছোঁড়ার অভিযোগ তুললেন বিজেপি নেতা অনুপম হাজরা। এমনকি অভিযোগ তোলার পাশাপাশি তিনি ঘটনাস্থল থেকে ‘ফেসবুক লাইভ’ করেও সেই ছবি সকলের সামনে তুলে ধরেন।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকাল থেকে। দিলীপ ঘোষের অভিযোগ, বৃহস্পতিবার সকালে হেস্টিংসে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের সামনে হাতে লাঠি নিয়ে দু’শোর বেশি লোককে জড়ো হতে দেখা যায়। সে সময় কালো পতাকা দেখানো হয়। পাশাপাশি দিলীপ ঘোষের এটা অভিযোগ যে, পুলিশ এর পরিপ্রেক্ষিতে কোন পদক্ষেপ নেয়নি।
পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য বিজেপি কর্মীরা ডায়মন্ড হারবারে সভাস্থলে যাওয়ার পথে বাধা প্রাপ্ত হন বলে অভিযোগ করেন বিজেপি নেতা অনুপম হাজরা। অনুপম হাজরার অভিযোগ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার যাত্রাপথে শিরাকল মোড়ে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা হয়। কনভয় লক্ষ্য করে লাঠি ও পাথর ছোড়া হয়। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় অনুপম হাজরা সহ অন্যান্য বিজেপি নেতাদের গাড়ি লক্ষ্য করে পাথর ও লাঠি ছোড়া হয় বলে অভিযোগ।
#UPDATE: #BJP President J.P. Nadda's SUV minorly damaged in the attack in #WestBengal, the party chief is unhurt & safe. @indiablooms pic.twitter.com/bxmvyPuQ9H
— Deepayan Sinha | দীপায়ন | दीपायन (@sdeepayan) December 10, 2020
যদিও এই সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, “কোথাও বাঁশ লাঠি নিয়ে বিক্ষোভ দেখানো হয়নি। আর পুলিশি ঢিলেমি থাকলে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জানানো যেতো।”