লকডাউনের পর ভারতের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট, প্রকাশ্যে এলো সূচি

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে পড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বন্ধ হয়ে পড়ে খেলাধূলা থেকে অন্যান্য কর্মসূচি। তবে পরবর্তীকালে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। শুরু হয় খেলাধূলাও। আর এই খেলাধূলার অন্যতম অঙ্গ ক্রিকেট ময়দানে ভারতীয় তারকারা দীর্ঘ ৬ মাস পর মাঠে নামলেও তা হয় বিদেশের মাটিতে। আর এবার লকডাউনের পর ভারতের মাটিতে প্রথম কোন আন্তর্জাতিক সিরিজ হতে চলেছে। আর সেই সিরিজের সূচি প্রকাশ করা হলো বিসিসিআইয়ের তরফ থেকে।

Advertisements

করোনা সময়কাল থেকে ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকার পর প্রথম ভারত ইংল্যান্ড সিরিজ হতে চলেছে। এই সিরিজে থাকছে ৫ টি টি-টোয়েন্টি, ৩ টি একদিনের ম্যাচ এবং ৪ টি টেস্ট ম্যাচ। আর এই সকল খেলার সূচি বৃহস্পতিবার প্রকাশ করল বিসিসিআই।

Advertisements

Advertisements

খেলার সূচি অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট চেন্নাইয়ের শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। তৃতীয় টেস্ট হবে পিঙ্ক বলে। ২৪শে ফেব্রুয়ারি এই খেলা হবে আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। এরপর চতুর্থ টেস্ট হবে আমেদাবাদেই মার্চ মাসের ৪ তারিখ।

৫ টি টি-টোয়েন্টি খেলা শুরু হবে মার্চ মাসের ১২ তারিখ থেকে। টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে মার্চ মাসের ২০ তারিখ।

এরপর এক দিবসীয় সিরিজ শুরু হবে মার্চ মাসের ২৩ তারিখ পুনেতে। তিন ম্যাচের এই সিরিজ শেষ হবে মার্চ মাসের ২৮ তারিখ।

বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতি নিয়ে এই সিরিজ শুরু হচ্ছে। লকডাউনের পর এই সিরিজ ভারতের মাটিতে প্রথম সিরিজ। সমস্ত রকম সুরক্ষা বলয় মেনে সিরিজের আয়োজন করা হবে।

Advertisements