প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হবে বিশ্বভারতীর প্রতিষ্ঠা বার্ষিকী

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : চলতি বছর করোনাকালে পৌষমেলা আয়োজিত হবে না তা আগেই বিশ্বভারতীর কোর্ট কমিটির সদস্যদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়। আর সেই সিদ্ধান্তে শনিবার সিলমোহর পড়লো বিশ্বভারতীর উচ্চ পর্যায়ের বৈঠকে। এদিন এই বৈঠকে চলতি বছর মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি জানানো হয় বিশ্বভারতী প্রতিষ্ঠা দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনার কথা।

Advertisements

Advertisements

শনিবার বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। যে বৈঠকে পৌষমেলা বন্ধ রেখে কোভিড প্রটোকল মেনে কিভাবে রীতি মেনে পৌষ উৎসব পালন করা হয় তার আলোচনা হয়। আর এই বৈঠক শেষে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মেলার আয়োজন করা হবে না। তবে রীতি মেনে যথাযথ মর্যাদায় পৌষ উৎসব পালন করা হবে।

Advertisements

পাশাপাশি জানানো হয় চলতি বছর ৮ই পৌষ অর্থাৎ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসের দিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্বভারতীর আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে ক্ষেত্রে তিনি সশরীরে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়াও সেদিন বিশ্বভারতীতে উপস্থিত থাকবেন রাজ্যপাল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি থাকবে সেদিন।

প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালের ২৩ ডিসেম্বর অর্থাৎ বাংলার ৮ই পৌষ। আর এই ৮ই পৌষ দিনটিকেই প্রতিবছর বিশ্বভারতী প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে পালন করা হয়ে থাকে। আর এবছর এই প্রতিষ্ঠা বার্ষিকী শতবার্ষিকীতে পা রাখছে। যে কারণে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশ্বভারতী ঘিরে রয়েছে আলাদা উৎসাহ-উদ্দীপনা।

Advertisements