নিজস্ব প্রতিবেদন : আচমকা বিকট আওয়াজ। আর যার পরেই জানা যায় বিস্ফোরণ ঘটেছে এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে, যে বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বাড়ির চাল উড়ে গেছে। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ হতাহত হয়েছেন কিনা তা সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত ষাটপলসার বার গ্রামের তৃণমূল নেতা জটিলেশ্বর মন্ডলের বাড়ির সামনে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার তদন্তে নেমেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে রামপুরহাট মহকুমার এসডিপিও পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়ির মধ্যে মঙ্গলবার দুপুর থেকে বেশকিছু বহিরাগত যুবকের প্রবেশ লক্ষ্য করা যায়। বোমা বাঁধার সময় এই বিস্ফোরণ ঘটে। তবে তা কেবলমাত্র অনুমান।
অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের নেতারা বোমা বাঁধানোর কাজ করাচ্ছিল। সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। গতকাল এলাকায় একটি গৃহ সম্পর্ক কর্মসূচি করা হয় বিজেপি কর্মীদের তরফ থেকে। আর সেই গৃহ সম্পর্ক কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত যোগ দেখে তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। যার পরেই এলাকার মানুষকে ভয় দেখানোর জন্য এমন কাজ করছিল।
যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতা জটিলেশ্বর মন্ডল দাবি করেছেন, এমন কোনো ঘটনাই ঘটেনি। গতকাল কালীপূজো ছিল। তার জন্য ছেলেরা কিছু পটকা বোম রেখেছিল। সেগুলিই ফেটে গেছে।
তবে পটকা বোম ফেটে কোন বাড়ির টিনের চাল উড়ে যেতে পারে এমন ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন ওয়াকিবহাল মহল। পাশাপাশি ওই বাড়িটি কার অর্থাৎ ওই বাড়ির মালিক কে তার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।