নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের মন পেতে একাধিক পদক্ষেপ নিচ্ছেন। আর এই সকল পদক্ষেপগুলির মধ্যে অবশ্যই অন্যতম ‘দুয়ারে সরকার’, সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা এবং নতুন ছুটির ঘোষণা।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে বর্তমানে দুয়ারে সরকার কর্মসূচি চলছে, আগামী জানুয়ারি মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সরকারি কর্মচারীদের। আর যে তিনটি নতুন ছুটি রাজ্য সরকারের ক্যালেন্ডারে যুক্ত হয়েছে সেগুলি হল ১৫ নভেম্বর, ১৩ ফেব্রুয়ারি এবং মধুকৃষ্ণ ত্রয়োদশী।
১৫ নভেম্বর : নতুন যে তিনটি সরকারি ছুটি রাজ্য সরকারের ক্যালেন্ডারে যুক্ত হয়েছে তার মধ্যে প্রথমটি হলো ১৫ নভেম্বর। আগামী বছর থেকে এই ছুটি পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৮৭৫ সালের ১৫ নভেম্বর আদিবাসী নেতা বিরসা মুন্ডা রাঁচিতে জন্মগ্রহণ করেছিলেন। আর নভেম্বর মাসে বাঁকুড়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে সরকারি ছুটির তালিকায় যুক্ত করেন।
১৩ ফেব্রুয়ারি : ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ছুটির বিষয়ে তিনি নভেম্বর মাসেই ঘোষণা করেছিলেন। এরপর আবার মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে নতুন করে এই ঘোষণা করলেন তিনি।
কোচবিহারের সংস্কারক পঞ্চানন বর্মা জন্মদিন ১৩ ফেব্রুয়ারি। আর এই জন্মতিথি উপলক্ষে আগামী বছর থেকে এই দিনটিতে সরকারি ছুটি মিলবে রাজ্যের সরকারি কর্মচারী এবং স্কুল-কলেজে।
মধুকৃষ্ণ ত্রয়োদশী : বনগাঁ সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিতে সরকারি ছুটির ঘোষণা করেন। তবে এই দিনটি নির্দিষ্ট কোন তারিখ বহন না করায় মুখ্যমন্ত্রী জানান, যেদিন এই দিনটি পড়বে সেইদিন রাজ্যে সরকারি ছুটি হবে।
এই দিনটিতে মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি। যে কারণে এই দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ক্যালেন্ডার অনুযায়ী জানা যাচ্ছে আগামী বছর এই দিনটি পড়ছে ৯ এপ্রিল। সুতরাং অন্যান্য বছর এই দিনটি এপ্রিল মাসের ৯ অথবা ১০ হবে বলেই মনে করা হচ্ছে।