সামনে এলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের দলের প্রথম একাদশ

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গোলাপি বলে দিন রাতের টেস্ট দিয়ে ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রথম টেস্ট। আর এই খেলা শুরু হওয়ার আগে বুধবার বিসিসিআইয়ের তরফ থেকে প্রথম একাদশের তালিকা প্রকাশ করা হলো। উল্লেখযোগ্য ভাবে এই প্রথম একাদশে স্থান পেলেন ঋদ্ধিমান সাহা। তিনি উইকেটের পিছনে দাঁড়িয়ে ভারতীয় দলকে সামাল দেবেন।

Advertisements

আগামীকাল অ্যাডিলেড ওভালে ভারতীয় সময় সকাল সাড়ে নটায় শুরু হবে এই টেস্ট। আর এই টেস্ট শুরু হওয়ার আগে ভারতের প্রথম একাদশ নিয়ে চরম চর্চা ছিল ক্রিকেটমহলে। ক্রিকেটমহলের বিশেষ আগ্রহ ছিল ওপেনার হিসেবে ময়াঙ্কের সঙ্গীকে হতে চলেছেন, পাশাপাশি আগ্রহ ছিল উইকেটরক্ষক হিসেবে এবং তৃতীয় প্রেসার হিসেবে কাকে বেছে নেওয়া হবে। আর এইসব আগ্রহে দাড়ি পড়লো বুধবার।

Advertisements

বিসিসিআইয়ের তরফ থেকে যে প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে ময়াঙ্কের সঙ্গী হিসাবে নামতে চলেছেন পৃথ্বী শ। উইকেটকিপার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ঋদ্ধিমান সাহা আর তৃতীয় পেশার হিসাবে যশপ্রীত বুমরা, মহম্মদ শামির সঙ্গে সামাল দিবেন উমেশ যাদব। প্রথম টেস্টে একমাত্র স্পিনার হিসেবে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন।

Advertisements

ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ

১) বিরাট কোহলি, ২) ময়াঙ্ক আগারওয়াল, ৩) পৃথ্বী শ, ৪) চেতেশ্বর পুজারা, ৫) অজিঙ্কা রাহানে, ৬) হানুমা ভিহারি, ৭) ঋদ্ধিমান সাহা, ৮) রবীচন্দ্রন অশ্বিন, ৯) উমেশ যাদব, ১০) মহঃ শামি, ১১) যশপ্রীত বুমরা।

Advertisements