‘তুমি যা (সিট) দেবে তাই নেবো’, তারা মায়ের কাছে অনুব্রত

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের অন্দরে শুরু হয়েছে ভাঙ্গন! দলের বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারী ধাপে ধাপে মন্ত্রিত্ব, বিধায়ক পদ এবং দল ছেড়ে গেরুয়া শিবিরের দিকে। আর এমত অবস্থায় কপালে ভাঁজ পড়েছে শাসক শিবিরের। ঠিক তখনই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে দেখা গেল তারাপীঠে তারা মায়ের পুজো দিতে।

Advertisements

Advertisements

তারাপীঠে তারা মায়ের পুজো দিতে এসে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “আজকের দিনটা খুব আনন্দের দিন। পয়লা পৌষ। বৃহস্পতিবার, মায়ের জন্ম বার। এটা বহুদিন পর এলো। তাই মা ডাকলো মায়ের কাছে চলে এলাম।”

Advertisements

এরপরই প্রশ্ন ওঠে তারা মায়ের পুজো দিয়ে অনুব্রত মণ্ডল তারা মায়ের কাছে কি প্রার্থনা করলেন? সে প্রসঙ্গে অনুব্রত মণ্ডল জানান, “মাকে বললাম মা তুমি দেখো বাংলা যে উন্নয়ন করেছে। বাংলার উন্নয়ন যেন কোন ব্যর্থ না হয়। তুমি যা ঠিক করে দেবে তাই নিয়ে নেবো।”

কতগুলি আসন বা সিট চাইলেন তারা মায়ের কাছে? অনুব্রত মণ্ডল বলেন, “মাকে ২২০ বলেছি, ২২০ ই দিয়ে দেবে মা।”

Advertisements