নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে শুভেন্দু অধিকারীর বিজেপিতেই যোগদানের সম্ভাবনা আগামী শনিবার। তাঁর সাথে বিজেপিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের আরও একঝাঁক তৃণমূল বিধায়কের। সেই সঙ্গে জেলায় জেলায় দাদার অনুগামীদের দল থেকে বেরিয়ে আসার সম্ভবনা তৈরি হয়েছে।
ভবিষ্যতের রাজনৈতিক ঘুঁটি সাজাতে বুধবার বিধায়ক পদ থেকে ইস্থাফা দিয়েই বর্ধমান পুর্বের তৃণমূল বিধায়ক সুনীল মন্ডলের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতা দীপ্তাংশু চৌধুরী ও আসানসোলের বিদায়ী মেয়র জিতেন্দ্র তিওয়ারি, কালনার বিধায়ক বিশ্বজীৎ কুন্ডু, বারবনির বিধায়ক বিধান উপধ্যায়। ছিলেন দুই বর্ধমানের একাধিক প্রাক্তণ ও বর্তমান কাউন্সিলর।
সূত্রের খবর, আগামী ১৯ তারিখে মেদিনীপুর কলেজ ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের সভায় বিজেপিতে বেশ কয়েকজন বিধায়কের সাথে বিজেপিতে যোগ দেবেন তাঁরা। এরপরই ধাপে ধাপে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দেবেন বলে সূত্রের খবর।
২০১৯ এর লোকসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের পর মুকুল রায়ের দ্বারা তৃণমূলের ভাঙন ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে নিয়ে আসেন রাজনৈতিক পরিকল্পনার রূপকার হিসাবে। এরপরই প্রশান্ত কিশোরের টিমের কারবার নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তৃণমূলের সকল স্তরের নেতা কর্মীদের। প্রশান্ত কিশোরকে নিয়ে তৃণমূলের বিধায়করা বারবার ক্ষোভ প্রকাশ করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিদ্রোহের পরিনতি শুভেন্দু অধীকারীর পদত্যাগ ও দলত্যাগে এসে পৌঁছায়। সেই সাথে সম্ভবনা তৈরি হয়েছে আরও বেশ কয়েকজন বিধায়কের তৃণমূল ছাড়ার।
শুভেন্দুর সঙ্গে যারা যোগ দিতে পারেন বলে বিভিন্ন সূত্রের খবর তাদের মধ্যে প্রথমেই নাম উঠে আসছে যাদের তাঁরা হলেন
১) তৃণমূল বিধায়ক কৃষ্ণপদ সাঁতরা।
২) বিধায়ক নিয়ামত শেখ শুভেন্দু ঘনিষ্ট বলেই পরিচিত। বিধায়ক নিয়ামত শেখ যেভাবে শুভেন্দু অধিকারীর গুনগান গাইছেন তাতে তিনি বিজেপিতেই যোগ দিতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
৩) বিজেপিতে যোগ দিতে পারেন খেজুরির বিধায়ক রণজিৎ মন্ডল।
৪) আসতে পারেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তও।
৫) কালনার বিধায়ক বিশ্বজিৎ কন্ডু।
৬) বারবনির বিধায়ক বিধান উপধ্যায়।
এছাড়াও কর্নেল দীপ্তাংশু চৌধুরি এসবিএসটিসির চেয়ারম্যান পদে ছিলেন। তিনি এদিন পদত্যাগ করেন।
যেভাবে একেরপর তৃণমূলের বিধায়ক শুভেন্দুর হাত ধরছেন তাতে তৃণমূলে তৈরি হয়েছে দল ভাঙনের অশনিসঙ্কেত।