অনুব্রত গড়ে দল ছাড়লেন তৃণমূল নেতা, জল্পনা বিজেপিতে যাওয়ার

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মণ্ডল : শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার পর রাজ্যজুড়ে দল ছাড়ার হিড়িক শুরু হয়েছে। আর সেই হিড়িক এখন এসে পৌঁছেছে খোদ অনুব্রত গড়ে। শুক্রবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে পদত্যাগপত্র দিয়ে দল ছাড়ার ঘোষণা করলেন তৃণমূল নেতা করম হোসেন খান। আর তার এই দল ছাড়ার সাথে সাথেই জল্পনা তৈরি হলো বিজেপিতে যোগ দেওয়ার।

Advertisements

পদত্যাগ করার পর করম হোসেন খান জানিয়েছেন, “দল এখন একজনের কথায় চলে। অন্য কাউকে কাজ করতে দেওয়া হয় না। এই দলটা সাথে আর কাজ করার কোনো পরিবেশ নেই। দলের অন্যান্যরাও অনেকে অনেক পদে আছেন, কিন্তু কাউকেই কোন কাজ করতে দেওয়া হয় না। পাশাপাশি দরকারের সময় কাজ করিয়ে নেওয়া হয় এবং পরে আর কোন সম্মান দেওয়া হয় না।”

Advertisements

করম হোসেন খান বর্তমানে তৃণমূল ছেড়ে মেদিনীপুরে পৌঁছে গেছেন। যার পরেই তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে তিনি কি সত্যিই বিজেপিতে যোগ দিচ্ছেন! এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমরা দাদার অনুগামী। দাদা যে পথে যে দলে যোগ দেবেন আমরা সেই দলে যোগ দেবো।”

Advertisements

করম হোসেন খান পূর্বে কংগ্রেস নেতা ছিলেন। ২০১৪ সালে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর তৃণমূল ছাড়ার আগে পর্যন্ত তিনি ছিলেন সিউড়ী এক নম্বর ব্লকের কার্যকরী সভাপতি। পাশাপাশি ছিলেন সিউড়ি ১ নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ। তবে এদিন এই সকল সমস্ত পদ থেকে ইস্তফা দেন।

তবে করম হোসেন খানের পদত্যাগ এবং অন্য দলের দিকে রওনা বিষয়টিকে একেবারেই পাত্তা দিতে চান না বীরভূম জেলা তৃণমূল কর্তৃত্ব। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি অভিজিৎ সিংহ জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে দলের কোন মিটিং মিছিল অথবা প্রোগ্রামে তাকে দেখা যায় না। ও যদি বিজেপিতে যোগ দেয় দলের কোনো ক্ষতি হবে না। দীর্ঘদিন ধরে বসে থাকা লোক হঠাৎ উঠে দাঁড়ালে কি করবেন।”

Advertisements