রেশনের চালের ভাত খাবেন অমিত শাহ, মধ্যাহ্নভোজন হবে বাউল বাড়িতে

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : আর মাত্র একদিন, তার পরই রবিবার বীরভূম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক কর্মসূচি নিয়ে বোলপুরে তিনি প্রায় গোটা দিনই থাকতে চলেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ, সভা এবং রোড শো। আর এই কর্মসূচিতে তিনি বোলপুরের এক বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন।

Advertisements

Advertisements

মধ্যাহ্নভোজনে থাকছে রেশনের চালের ভাত, আলু পোস্ত, মুগের ডাল, পালং শাক ও বেগুন দিয়ে তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা এবং একটি রুটি। সম্পূর্ণ নিরামিষ খাবার। রান্না করবেন যে বাউল বাড়িতে অমিত শাহ খাবেন তাদের সদস্যরাই। বাইরে থেকে কাউকে রান্নার জন্য আনা হচ্ছে না। অমিত শাহ মধ্যাহ্নভোজন করবেন শান্তিনিকেতনের শ্যামবাটি এলাকার বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে।

Advertisements

রেশনের চাল দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভাত দেওয়ার বিষয়ে উর্মিলা দাস জানিয়েছেন, “আমরা যা খাই তাই খাওয়াবো। আমরা রেশনের চাল দিয়েই ভাত খাই। আর এখন লকডাউনের ব্যাপার। অনুষ্ঠান নেই। তাই বাড়িতে যা রয়েছে তাই দিয়ে খাওয়াবো।”

বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজনের পাশাপাশি অমিত শাহ সেদিন বাউল গানও শুনবেন বলে জানা গিয়েছে। আর যে বাউল গানটি অমিত শাহকে শোনানো হবে সেটি মানুষের গান বলে জানিয়েছেন শিল্পী বাসুদেব দাস। অমিত শাহকে যে গানটি শোনানো হবে তার বিষয়ে বাসুদেব দাস জানিয়েছেন, “মানুষের এত ভেদাভেদ, মানুষদের মধ্যে এত দ্বন্দ্ব। মানুষ যেন একসাথে মিলেমিশে থাকতে পারেন তারই পরিপ্রেক্ষিতে গানটি শোনানো হবে। গানটি হল ‘ওরে মানুষ দেখবি যদি আল্লাহ ভগবান। ওরে ভগবান রে।'”

পাশাপাশি বাসুদেব দাস আরও জানিয়েছেন, “এটা আমাদের সৌভাগ্য যে এত বড় একজন মন্ত্রী আমাদের বাড়িতে আসবেন এবং খাওয়া-দাওয়া করবেন। পাশাপাশি কিছুক্ষণের জন্য বাউল গানও শুনবেন।”

Advertisements