অমরনাথ দত্ত : মেদিনীপুরের মেগা যোগদান পর্ব শেষ করার পর আগামীকাল অর্থাৎ রবিবার বীরভূমে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই স্বরাষ্ট্রমন্ত্রীর আগমণের প্রস্তুতি হিসাবে চরম ব্যস্ততা বিশ্বভারতী এবং বোলপুর শহরজুড়ে। বোলপুরে এসে প্রথমেই তিনি যাবেন বিশ্বভারতীতে এবং সেখানে আনুমানিক দু’ঘণ্টা সময় কাটাবেন বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।
বিশ্বভারতীতে তার যে কর্মসূচি রয়েছে তা সম্পর্কে অনুপম হাজরার মুখ থেকে জানা গিয়েছে, বিশ্বভারতীতে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন রবীন্দ্রভবনে। এরপর উপাসনা গৃহে কিছুক্ষণ একান্তে সময় কাটাবেন। তার পরেই তিনি পৌঁছাবেন সঙ্গীত ভবনে। সেখানে সঙ্গীত ভবনের পড়ুয়াদের সাথে আলাপ-আলোচনা এবং ছোট একটি অনুষ্ঠান আয়োজিত হবে। যে অনুষ্ঠানে থাকছে বাউল গানও। ঠিক তার পরেই তিনি পৌঁছে যাবেন বাংলাদেশ ভবনে। বাংলাদেশ ভবনে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করবেন।
বিশ্বভারতীর কর্মসূচি সমাপ্ত করার পর তিনি পৌঁছে যাবেন শান্তিনিকেতন সন্নিকটে শ্যামবাটির বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজনের জন্য। এর পরেই দুপুর দুটোর সময় বোলপুর ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত হবে বিশাল র্যালি। আর এই কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিবাদনে যেন কোনো ত্রুটি না থাকে তার ব্যবস্থাপনায় ব্যস্ত বিজেপি কর্মীরা। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখতে চরম ব্যস্ত জেলা প্রশাসনও।
নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখতে ইতিমধ্যেই বোলপুর শহর ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়ে। পাশাপাশি রাস্তার ধারে তৈরি করা হয়েছে বাঁশের ব্যরিকেড। বিজেপির দলীয় কর্মীদের তরফ থেকে গোটা শহর গেরুয়া পতাকা ছেয়ে দেওয়া হয়েছে।