নিজস্ব প্রতিবেদন : দলের সাথে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে শনিবার বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে রাজকীয় ভাবে বিজেপিতে যোগদান করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন এই যোগদান পর্বে শুভেন্দু অধিকারী ছাড়াও নাম লেখান তৃণমূলের ৬ জন বিধায়ক, কংগ্রেস ও বামফ্রন্টের ৩ জন বিধায়ক। এছাড়াও রয়েছেন একজন তৃণমূল সাংসদ এবং প্রাক্তন তৃণমূল সাংসদ, তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়ও। পাশাপাশি সংখ্যালঘু সেলের নেতাসহ মোট ৫০ জন বিজেপিতে যোগদান করেন।
রাজনৈতিক মহলের তরফ থেকে এই যোগদানকে বৃহৎ এবং মেগা যোগদান বলে আখ্যা দেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে যখন শাসকদল ভেঙ্গে গেরুয়া শিবির শক্ত হয়ে দাঁড়াচ্ছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যখন প্রমাদ গুনছেন তখনই চিরাচরিত ব্যতিক্রমী ভূমিকায় দেখা গেল ‘রঙিন’ মদন মিত্রকে। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পরেই ‘দল থেকে ভাইরাস বিদায় হয়েছে’ এমন দাবি করে মদন মিত্র রাজপথে নেমে পড়লেন ডিজে শোভাযাত্রায়।
শুক্রবার সন্ধ্যায় কামারহাটিতে এই ডিজে শোভাযাত্রা বের হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের নেতৃত্বে। আর এই ডিজে শোভাযাত্রা দেখে বোঝা দায় হয়ে পড়বে যে একি তৃণমূলের বিষাদের দিন না উচ্ছ্বাসের! হুডখোলা জিপে বসে ডিজে, নীলাভ আলো, তাশা, আলোকসজ্জা নিয়ে বিশাল শোভাযাত্রা করলেন তিনি। পাশাপাশি মদন মিত্র এদিন শুভেন্দুকে ‘অসুর’ বলেও বিঁধলেন।
#WATCH | West Bengal: Trinamool Congress (TMC) workers in Kamarhati celebrate resignation of Suvendu Adhikari & other party members.
Madan Mitra says, "We're happy today as the party is free of virus & dishonest people. We'll win the upcoming election with a thumping majority" pic.twitter.com/wSw6pDQ4zX
— ANI (@ANI) December 19, 2020
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দিন ভোজপুরী গানে নাচ মদন মিত্রের। #MadanMitra । @madanmitraoff । #TV9Bangla pic.twitter.com/TvOptJMy7d
— TV9 Bangla (@Tv9_Bangla) December 19, 2020
শুভেন্দু অধিকারীকে ‘অসুর’ বলে অভিহিত করার পাশাপাশি মদন মিত্র জানান, ‘তৃণমূলে এতে কোন ক্ষতি হবে না বরং লাভ হবে।’ আর এই দাবি করার পাশাপাশি ‘শুভেন্দু ভাইরাস’ তৃণমূলের শরীর থেকে বেরিয়ে যেতেই তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন বলেও দাবি করেন। আর এই দাবি করার পাশাপাশি তাকে দেখা গেল ভোজপুরী গানে কোমর দোলাতে দোলাতে, হাততালি দিতে দিতে নাচতে।