নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচন আসতে হাতে এখনো কয়েকটা মাস বাকি থাকলেও দলবদলের পালা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। গত শনিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে দলে টেনে গেরুয়া শিবির নিজেদের শক্তি বাড়িয়েছে। আর এবার তার জবাবে তৃণমূলকে দেখা গেল বিজেপির ঘরের নেত্রীকে নিজেদের পকেটে পুরতে। সোমবার বিজেপি সাংসদ তথা রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা যোগ দিলেন তৃণমূলে।
তৃণমূল ভবনে সোমবার সুজাতা মন্ডল খাঁয়ের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় এবং তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। আর তৃণমূলের দলীয় পতাকা হাতে দলে যোগ করতেই তিনি জানিয়ে দেন, “আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আর সেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসা থেকেই তৃণমূলে যোগদান।” পাশাপাশি তিনি এটাও অভিযোগ করেন, “আমরা দিনের শেষে সম্মান চাই। যোগ্যতার প্রকৃত মর্যাদা চাই। যদি কোন দলে সেই যোগ্যতা ক্ষুন্ন হয়, মর্যাদা না পাওয়া যায় তাহলে সেখানে থাকাটা মুর্খামি।”
সুজাতা মন্ডল খাঁয়ের তৃণমূলে হঠাৎ করেই যোগদান নিয়ে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু প্রশ্ন ওঠায় নয়, পাশাপাশি এদিন দেখা যায় সুজাতাকে নাম না করেই শুভেন্দু অধিকারী প্রসঙ্গে নানান কটাক্ষ করতে। তাকে নাম না করেই সুজাতা ‘দুষ্টু গরু’ বলেও কটাক্ষ করেন। তবে সুজাতা যে মান অভিমানের জেরেই এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তা স্পষ্ট তার সাংবাদিক বৈঠকে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।
Joining of an eminent person at Trinamool Bhavan | বিশিষ্ট ব্যক্তির তৃণমূল কংগ্রেসে যোগদান https://t.co/1rUDuouKHS
— All India Trinamool Congress (@AITCofficial) December 21, 2020
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে সৌমিত্র খাঁ-এর জয় লাভের পিছনে এই সুজাতা মন্ডল খাঁয়ের বিরাট ভূমিকা ছিল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। কারণ সে সময় সৌমিত্র খাঁ জেলায় ঢুকে ভোটের প্রচার করতে না পারলেও একাই সুজাতা প্রচার করে জয় এনে দিয়েছিলেন। লড়াই করে জয় ছিনিয়ে আনার পরেও হঠাৎ তার তৃণমূলে যোগদান ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি করলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।