নিজস্ব প্রতিবেদন : হওয়া অফিসের পূর্বাভাস মতোই হু হু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নামছে তাপমাত্রার পারদ। দিন চারেক ধরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির নিচে।
কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যায় আর ৮ ডিগ্রির নিচে। যাদের মধ্যে উল্লেখযোগ্য বীরভূম। রবিবার বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও এই তালিকায় রয়েছে আরও কয়েকটি জেলায়।
একলাফে তাপমাত্রার পারদ অনেকটা নেমে যাওয়ার কারণে রাজ্যে ক্রমশ জাঁকিয়ে পড়ছে শীত। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী দিন কয়েকের মধ্যে রাজ্যে আরও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রাজ্যের দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার তাপমাত্রার পারদ অস্বাভাবিক ভাবে নেমে পড়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখা দিয়েছে। এই শৈত্যপ্রবাহ নিয়েই এবার হাওয়া অফিসের তরফ থেকে সর্তকতা জারি করা হলো।
রাজ্যের যে ৮ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখা দিয়েছে সেই জেলাগুলি হল মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। এই সকল জেলার বাসিন্দাদের শীত উপভোগ করার পাশাপাশি সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
অফিসের পূর্বাভাস, কোন কোন জেলার ক্ষেত্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির নিচেও নামতে পারে। আর এই সম্ভাবনা দেখা দিতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহেই।