চলতি সপ্তাহে টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে ডিজিটাল লেনদেন যতই থাকুক না এখনো পর্যন্ত বিভিন্ন প্রয়োজনে গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় ছুটে যেতে হয়। যে কারণে ব্যাঙ্কের শাখা কোন কোন দিন বন্ধ থাকছে তা আগে থেকে জানা থাকলে হয়রানির শিকার হতে হয় না গ্রাহকদের। আগে থেকেই প্রয়োজনমতো কাজ সেরে নেওয়া যায়। আবার অন্যদিকে ছুটির দিনের পরিবর্তে অন্য কোন দিনে ব্যাঙ্কের শাখায় গিয়ে প্রয়োজনীয় কাজ সারা যায়।

Advertisements

Advertisements

ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী মোট ১১ দিন বন্ধ ব্যাঙ্কের শাখা। তবে অবশ্যই এই ছুটির তালিকা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবের কথা মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়। তবে চলতি সপ্তাহে দেশজুড়ে টানা তিন দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। যাদের মধ্যে একটি উৎসবের ছুটি এবং অন্য দুটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী শনি এবং রবিবার।

Advertisements

আগামী ২৫ শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষ্যে দেশের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারীরাও ওই দিন ছুটি পাচ্ছেন। আর ঠিক তার পরদিন শনিবার। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী মাসের চতুর্থ শনিবার ব্যাঙ্ক কর্মচারীদের ছুটি রয়েছে। আর পর দিন রবিবার স্বাভাবিকভাবেই ছুটি।

অর্থাৎ ২৫শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

Advertisements