নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নিজেদের শাসনভার ধরে রাখতে একাধিক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে তৃণমূল সরকারকে। আর সেই সকল পদক্ষেপের মধ্যে এবার রাজ্যের প্রাথমিক শিক্ষকদের শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হলো।
পাশাপাশি নতুন করে টেট পরীক্ষা হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয় পাশাপাশি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার দিনক্ষণ ঘোষণা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক চলাকালীন তিনি জানান, প্রাথমিক শিক্ষকের শূন্যপদে নিয়োগের বিষয়ে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আজ অর্থাৎ বুধবার এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। একসাথে ১৬৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। আর এই সকল নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চলবে জানুয়ারি মাসের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত। ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেই দ্রুত নিয়োগ করা হবে শূন্যপদে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানান যে, নতুন বছরে তৃতীয় টেট পরীক্ষা নেওয়া হবে। শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্য পুলিশের শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশে নিয়োগ করা হবে ৯২৮৮ জন সাব-ইন্সপেক্টর, এক হাজারের বেশি কনস্টেবল।