‘কালীঘাটে ঢিল মেরেছিল কে! ক্যাসেটটা বাজাবো’, সৌগত ফিরহাদকে কড়া জবাব শুভেন্দুর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বিজ্ঞানী আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র এমনটাই বলছে এবং এই সূত্রের উপর ভর করেই টিকে রয়েছে ব্রহ্মাণ্ড। আর রাজনীতিতে, রাজনীতিতেও রয়েছে নিউটনের এই তৃতীয় সূত্র। আর এই তৃতীয় সূত্রের অপেক্ষায় যেন ছিলেন বৃহস্পতিবার কাঁথির বাসিন্দারা।

Advertisements

Advertisements

বুধবার কাঁথিতে সভা করে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারীকে নিয়ে নানান মন্তব্য করেন। তিনি এবং ফিরহাদ হাকিম শুভেন্দু অধিকারীকে ‘বিশ্বাসঘাতক’ বলেন। আবার ওই একই সভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম শুভেন্দু প্রসঙ্গে ‘কাঁথি কারোর জমিদারি নয়’ বলে তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন। আর এই সকল মন্তব্যের কড়াই গন্ডায় মিটিয়ে দিলেন ২৪ ঘন্টার মধ্যেই কাঁথির ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।

Advertisements

এদিন মেচেদা থেকে কাঁথি বাসস্ট্যান্ড পর্যন্ত পথসভা করেন এবং পথসভা শেষে তিনি কাঁথি বাসস্ট্যান্ডের সামনে মঞ্চ থেকে বক্তব্য পেশ করেন। বক্তব্য রাখার সময় তাকে তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগের চাঁছাছোলা উত্তর দিতে দেখা যায়।

বক্তব্য রাখার সময় তিনি ফিরহাদ হাকিমকে আক্রমণ করে বলেন, “মিনি পাকিস্তান বলা মন্ত্রী গতকাল এখানে এসেছিলেন। তিনি আমাকে বিশ্বাসঘাতক বলছেন। সেই তিনি, যিনি উপনির্বাচনে নিউ আলিপুর কেন্দ্রের টিকিট না পেয়ে তৃণমূল নেত্রীর বাড়িতে ঢিল মারতে গিয়েছিলেন। তার যোগ্যতা কত কলকাতার মানুষ বুঝে গেছেন। অন্ততপক্ষে আম্ফানের সময়। কি মেয়র আমরা পেলাম। দশ দিন কারেন্ট নেই, জল নেই, স্নান নেই, বাথরুম নেই। কি অবর্ননীয় কষ্ট। ওড়িশা থেকে বিপর্যয় মোকাবিলার লোক আর সেনাবাহিনী নামিয়ে দশ দিন বাদে গাছ তোলা হয়েছে।”

এর পরেই তাঁর বক্তব্যে উঠে আসে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় প্রসঙ্গ। এপ্রসঙ্গে তিনি বলেন, “আরেকজনকে আমি অধ্যাপক মানি। এখনো মানি। শিক্ষিত লোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই লোকটাকে তৃণমূল নয় বছর পাত্তা দেয়নি। তৃণমূল যাওয়ার সময় পাত্তা দিয়েছে।”

তবে এর পরেই তিনি তাকে আক্রমণ করে বলেন, “অধ্যাপক রায় কাচের ঘরে ঢিল ছুঁড়বেন কেন? ৭৭ সালে বাংলায় কংগ্রেস তিনটি আসন জিতেছিল রি’গিং করে। দার্জিলিং, কাটোয়া আর ব্যারাকপুর। ইন্দিরা গান্ধির থেকে টিকিট নিয়েছে আর পরে আবার দেবরাজ আরসের সাথে দেখা করতে গিয়ে বলেছেন, ইন্দিরা গান্ধীকে কেন জেলে ঢোকানো হবে না?”

এর পরেই তিনি বলেন, “অধ্যাপক বড় নীতির কথা বলেন। বিজেপির সাথে তৃণমূলের জোট ছিল ৯৮ সালের লোকসভায়। একদিকে দিদির ছবি অন্যদিকে অটল বিহারী বাজপেয়ীর ছবি। আপনি প্রার্থী ছিলেন কিসের? কংগ্রেসের। হাজরা মোড়ে মমতা ব্যানার্জি সম্বন্ধে কি বলেছিলেন, ক্যাসেটটা বাজাবো?”

Advertisements