২০২১ সালে যেসকল দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন বছর আসার আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হল ২০২১ সালে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছাড়াও জাতীয় এবং সরকারি ছুটি মিলে ৪০ দিনের বেশি বন্ধ থাকবে নতুন বছরে ব্যাঙ্কের শাখা। তবে এই ছুটি রয়েছে বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিতে আলাদা আলাদা।

Advertisements

Advertisements

জানুয়ারি

Advertisements

১লা জানুয়ারি (শুক্রবার) : ইংরাজি নতুন বছর।

২রা জানুয়ারি (শনিবার) : নতুন বছরের ছুটি।

৯ই জানুয়ারি (শনিবার) : দ্বিতীয় শনিবার।

১১ই জানুয়ারি (সোমবার) : মিশনারি ডে।

১৪ই জানুয়ারি (বৃহস্পতিবার) : মকর সংক্রান্তি ও পঙ্গল।

২৩শে জানুয়ারি (শনিবার) : চতুর্থ শনিবার।

২৬শে জানুয়ারি (মঙ্গলবার) : প্রজাতন্ত্র দিবস।

ফেব্রুয়ারি

১৩ই ফেব্রুয়ারি (শনিবার) : দ্বিতীয় শনিবার।

১৬ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) : বসন্ত পঞ্চমী।

২৭শে ফেব্রুয়ারি (শনিবার) : গুরু রবিদাস জয়ন্তী।

মার্চ

১১ই মার্চ (বৃহস্পতিবার) : মহা শিবরাত্রি।

১৩ই মার্চ (শনিবার) : দ্বিতীয় শনিবার।

২৭শে মার্চ (শনিবার) : চতুর্থ শনিবার।

২৯শে মার্চ (সোমবার) : হোলি।

এপ্রিল

২রা এপ্রিল (শুক্রবার) : গুড ফ্রাইডে।

৮ই এপ্রিল (বৃহস্পতিবার) : বুদ্ধ পূর্ণিমা

১০ই এপ্রিল (শনিবার) : দ্বিতীয় শনিবার।

১৪ই এপ্রিল (বৃহস্পতিবার) : পয়লা বৈশাখ এবং আম্বেডকর জয়ন্তী।

২১শে এপ্রিল (শনিবার) : চতুর্থ শনিবার।

২৫শে এপ্রিল (রবিবার) : মহাবীর জয়ন্তী

মে

১লা মে (শনিবার) : মে দিবস।

৮ই মে (শনিবার) : দ্বিতীয় শনিবার।

১২ই মে (বুধবার) : ইদ-উল-ফিতর।

২২শে মে (শনিবার) : চতুর্থ শনিবার।

জুন

১২ই জুন (শনিবার) : দ্বিতীয় শনিবার।

২৬শে জুন (শনিবার) : চতুর্থ শনিবার।

জুলাই

১০ই জুলাই (শনিবার) : দ্বিতীয় শনিবার।

২০ই জুলাই (মঙ্গলবার) : বকরিদ / ইদ-আল-আধা।

২৪শে জুলাই (শনিবার) : চতুর্থ শনিবার।

আগস্ট

১০ই আগস্ট (মঙ্গলবার) : মহরম।

১৪ই আগস্ট (শনিবার) : দ্বিতীয় শনিবার।

১৫ই আগস্ট (রবিবার) : স্বাধীনতা দিবস।

২২শে আগস্ট (রবিবার) : রাখিবন্ধন।

২৮শে আগস্ট (শনিবার) : চতুর্থ শনিবার।

৩০শে আগস্ট (সোমবার) : জন্মাষ্টমী।

সেপ্টেম্বর

১০ই সেপ্টেম্বর (শুক্রবার) : গণেশ চতুর্থী।

১১ই সেপ্টেম্বর (শনিবার) : দ্বিতীয় শনিবার।

২৫শে সেপ্টেম্বর (শনিবার) : চতুর্থ শনিবার।

অক্টোবর

২রা অক্টোবর (শনিবার) : গান্ধী জয়ন্তী।

৯ই অক্টোবর (শনিবার) : দ্বিতীয় শনিবার।

১৩ই অক্টোবর (বুধবার) : মহাষ্টমী।

১৪ই অক্টোবর (বৃহস্পতিবার) : মহানবমী।

১৫ই অক্টোবর (শুক্রবার) : দশেরা।

১৮ই অক্টোবর (সোমবার) : ইদ-ই-মিলান।

২৩শে অক্টোবর (শনিবার) : চতুর্থ শনিবার।

নভেম্বর

৪ই নভেম্বর (বৃহস্পতিবার) : দিওয়ালি।

৬ই নভেম্বর (শনিবার) : ভাইফোঁটা।

১৩ই নভেম্বর (শনিবার) : দ্বিতীয় শনিবার।

১৫ই নভেম্বর (সোমবার) : দীপাবলি উৎসব।

১৯শে নভেম্বর (শুক্রবার) : গুরু নানক জয়ন্তী।

২৭শে নভেম্বর (শনিবার) : চতুর্থ শনিবার।

ডিসেম্বর

১১ই ডিসেম্বর (শনিবার) : দ্বিতীয় শনিবার।

২৫শে ডিসেম্বর (শনিবার) : বড়দিন।

এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য, আগামী বছর আরবিআই-এর ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ব্যাঙ্ককর্মীদের বেশকিছু ছুটি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও রবিবার পড়ে যাওয়ায় মার যাচ্ছে। অর্থাৎ তারা ওই দিনগুলি অন্য কোন দিন পড়লে বাড়তি ছুটির মুখ দেখতে পেতেন।

Advertisements