১লা জানুয়ারি থেকে টাকাকড়ি সংক্রান্ত ৫টি নিয়মে ঘটছে বদল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন বছর প্রবেশের সাথে সাথেই প্রতিবছর একাধিক নিয়মে পরিবর্তন ঘটতে দেখা যায়। একইভাবে আসতে চলা নতুন বছরেও বেশকিছু নিয়মে পরিবর্তন আনছে সরকার। আর এই সকল নিয়মগুলির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ৫টি টাকাকড়ি সংক্রান্ত নিয়ম। যে পরিবর্তনগুলি আমজনতার আগে থেকেই জেনে রাখা প্রয়োজন, তাতে তাদের অসুবিধার সম্মুখীন হতে হবে না।

Advertisements

Advertisements

১) GST : জিএসটি প্রদানের ক্ষেত্রে সরকারের থেকে ছোট ব্যবসায়ীদের বেশ কিছু সুবিধা প্রদান করা হচ্ছে আগামী নতুন বছরের প্রথম দিন থেকে। জিএসটি দাখিলের ক্ষেত্রে এই পরিবর্তনের ফলে উপকৃত হবেন দেশের ৯৪ লক্ষ ছোট ব্যবসায়ীরা। GSTR-3B এবং GSTR-1 দাখিল করা যাবে ত্রৈমাসিক ভিত্তিতে। অর্থাৎ বর্তমান নিয়ম অনুযায়ী ভারতের পরিবর্তে তিন মাস অন্তর অন্তর চারটি জিএসটি রিটার্ন করা যাবে। এই সুবিধা পাবেন সেই সকল ব্যবসায়ী রাজাদের বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকার কম।

Advertisements

২) চেক পেমেন্ট : চেক পেমেন্টের ক্ষেত্রে পয়লা জানুয়ারি থেকে চালু হচ্ছে পজিটিভ পে সিস্টেম। এই নিয়ম পরিবর্তনের ফলে গ্রাহকরা ৫০,০০০ টাকায় বেশি চেক দিলে রি-কনফার্মেশন প্রয়োজন হবে। চেক প্রদানের ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে।

৩) কনট্যাক্টলেস পেমেন্ট : কনট্যাক্টলেস পেমেন্টের উর্ধ্বসীমা বাড়ছে আগামী পয়লা জানুয়ারি থেকে। আগে এর উর্ধ্বসীমা ছিল ২০০০ টাকা। এখন তা করা হচ্ছে ৫০০০ টাকা। অর্থাৎ যে সকল গ্রাহকরা কনট্যাক্টলেস কার্ড ব্যবহার করে থাকেন তারা কোনরকম পিন না দিয়েই ৫০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন নতুন বছরের শুরু থেকেই।

৪) ফাসট্যাগ : নতুন মোটর ভেহিকেল আইন অনুযায়ী পয়লা জানুয়ারি ২০২১ থেকে সমস্ত চারচাকার গাড়িতে ফাসট্যাগ লাগানো বাধ্যতামূলক হচ্ছে। এই নিয়ম চালু হয়ে যাওয়ার পর যেমন অধিকাংশ টোল ডিজিটাল মাধ্যমের আওতায় চলে আসবে ঠিক তেমনই চালকদের টোল দেওয়ার জন্য টোল প্লাজায় দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না।

৫) UPI : ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে থার্ড পার্টি ইউপিআই অ্যাপ যেমন গুগল পে, ফোন পে, অ্যামাজন পে এসব থেকে লেনদেন করার ক্ষেত্রে আগামী বছর পয়লা জানুয়ারি থেকে আলাদা চার্জ ধার্য করা হতে পারে। এনপিসিআই এই আলাদা চার্জ লাগু করার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisements