বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বোলপুরে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফেরত নেওয়ার ঘোষণা করলেন। সোমবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় তিনি এই ঘোষণার কথা জানান। সাধারণ মানুষের অসুবিধা এবং তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানান।

Advertisements

Advertisements

সাধারণ মানুষের জন্য ব্যবহৃত এই রাস্তাটি বেশিরভাগ সময় বিশ্বভারতী তরফ থেকে বন্ধ করে দেওয়া হতো বলে অভিযোগ। এনিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমা হতে শুরু করে। আশ্রমিকরাও এনিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। যার পরেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, যে রাস্তাটি বিশ্বভারতীকে রাজ্য সরকার দিয়েছিল সেই রাস্তাটি ফিরিয়ে পুনরায় পূর্ত দপ্তরের হাতে তুলে দেওয়া হচ্ছে। সোমবার বোলপুরে আসার আগেই এই সংক্রান্ত কাগজে মুখ্যমন্ত্রী সই করে এসেছেন।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে রাস্তাটি বিশ্বভারতী থেকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা করেন সেই রাস্তাটি শান্তিনিকেতন ক্লাব ঘর থেকে উপাসনা গৃহ, রবীন্দ্র ভবন এবং অমর্ত্য সেনের বাড়ির সামনে দিয়ে গেছে। এই রাস্তাটি তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য স্বপন কুমার দত্তের আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার বিশ্বভারতীর অধীনে দেয়।

Advertisements