নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী বীরভূম সফরে এসেছেন আর বীরভূমের কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল সম্পর্কে কিছু বলবেন না এমনটা হয় কি! এর আগেও যতবার তিনি বীরভূমের মাটিতে পা রেখেছেন ততোবারই তার মুখ থেকে কেষ্ট সম্পর্কে কিছু না কিছু বলতে দেখা গিয়েছে।
কখনো ধমক তো কখনো আবার দরাজ প্রশংসা। আসলে দিদির কাছে কেষ্ট যে খুবই স্নেহের পাত্র। ঠিক তেমনটাই হল সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক চলাকালীন।
সোমবার বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের এলাকার সমস্যার কথা তুলে ধরেছিলেন জনপ্রতিনিধিরা। তবে তারা সমস্যার কথা তুলে ধরলেও তাদের কথায় একটি সংযোজন ছিল, “কেষ্ট দা আমাদের সমস্যার কথাটা জানেন। তিনি আমাদের বিষয়টি নিয়ে গাইড করছেন। তিনি সবসময়ই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।”
আর এইভাবে পরপর মুখ্যমন্ত্রী সামনে কেষ্টর প্রশংসা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুচকি হেসে বলেন, “কেষ্ট সব জানে৷ কেষ্টকে যারা বলে কেষ্ট শুধু ঝগড়া করে তারা জানে না কেষ্ট ডেভেলপমেন্টের (উন্নয়ন) কাজটা ভালো বোঝে সবার থেকে।”
উল্লেখ্য, রাজ্যে তৃণমূল সরকার আসার পর যেকোনো নির্বাচনের আগেই এই উন্নয়নই নির্বাচনের অন্যতম হাতিয়ার শাসকদল তৃণমূলের। তবে পঞ্চায়েত নির্বাচনের সময় এই উন্নয়ন নিয়ে বড়ই বিতর্ক তৈরি হয়েছিল। আর সে সময় বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল অনুব্রত মণ্ডলেরই সুপার ডুপার হিট ডায়লগ ‘উন্নয়ন দাঁড়িয়ে আছে।’