নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার বোলপুরে জমজমাট পদযাত্রার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জামবুনিতে বক্তব্য রাখার সময় মনে করালেন রাজীব গান্ধীর আমলের কথা। আর সেই কথা মনে করাতে গিয়েই তিনি বলেন, ‘রাজীব গান্ধী আমাকে দেখিয়ে বলেছিলেন ওঁর মত আইকন হওয়া উচিত’।
বক্তব্য রাখার সময় প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বিশ্বভারতীতে যখন এসেছিলাম আমার মনে আছে রাজিব জীও বেশ ইয়ং অবস্থায় প্রাইম মিনিস্টার হয়েছিলেন। আর ইয়ং জেনারেশন স্টুডেন্টদের তার প্রতি একটা ভালোবাসা ছিল। যখন খেতে বসেছিলাম ছাত্র-ছাত্রীদের সাথে সে সময় রাজীব জীর সাথে আমিও ছিলাম। ছাত্র-ছাত্রীরা রাজিব গান্ধীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনাকে যদি প্রধানমন্ত্রী হিসাবে জিজ্ঞেস করি আমাদের আইকন কার হওয়া উচিত? কার মত হওয়া উচিত?’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্র-ছাত্রীদের থেকে এই প্রশ্ন শোনার পর রাজীব গান্ধী আমাকে দেখিয়ে বলেছিলেন ওঁর মত। কেন বলেছিলেন বলুন তো? তার কারণ উনি জানতেন বাংলার মাটিটাকে আমি খুব ভালোবাসি। বাংলার মানুষকে আমি খুব ভালোবাসি। বাংলাটাকে আমি চিনি।”
প্রসঙ্গত, বোলপুরে অমিত শাহের রোড শোয়ের পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার দিকে চোখ ছিল রাজনৈতিক মহলের। লোক সংখ্যা কত, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কি কি অভিযোগ আনছেন তার দিকেই। তবে বোলপুরের মত শহরে ক্রমশ তৃণমূল এবং বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আগমনে রাজনৈতিক পারদ চড়ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।