সুখবর, ৩টি রিচার্জ প্ল্যানে বাড়তি ইন্টারনেট দিচ্ছে Jio

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা Reliance Jio বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে আকর্ষণীয় অফারের জন্য। পাশাপাশি তারাই ভারতের টেলিকম বাজারে বিপ্লব এনেছে। এই সংস্থার একাধিক জনপ্রিয় রিচার্জ প্ল্যান থাকলেও এমন তিনটি রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলিতে বাড়তি ইন্টারনেট পেয়ে থাকেন গ্রাহকরা।

Advertisements

Advertisements

৪০১ টাকা : মুকেশ আম্বানির টেলিকম সংস্থার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পেয়ে থাকেন। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। রয়েছে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১০০০ মিনিট এবং জিও থেকে জিও আনলিমিটেড কলের সুবিধা। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস। দৈনিক ডেটা প্ল্যানের হিসেব অনুযায়ী মোট ৮৪ জিবি ডেটা দেওয়ার কথা হলেও এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে থাকেন ৯০ জিবি ডেটা। অর্থাৎ বাড়তি ডেটা বা ইন্টারনেট হিসাবে গ্রাহকরা পান ৬ জিবি।

Advertisements

পাশাপাশি এই রিচার্জ প্ল্যানের সাথে রয়েছে এক বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশন।

৭৭৭ টাকা : ৮৪ দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান রয়েছে এক বছরের জন্য ৩৯৯ টাকা মূল্যের Disney+ Hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে। এছাড়াও রয়েছে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, জিও থেকে জিও আনলিমিটেড, জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৩০০০ মিনিট এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস।

এই রিচার্জ প্ল্যানের সাথে সংস্থা ৫ জিবি ডেটা বাড়তি দিচ্ছে। হিসাব অনুযায়ী এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে থাকেন মোট ১৩১ জিবি ডেটা।

২৫৯৯ টাকা : ৩৬৫ দিনের এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পান প্রতিদিন ২ জিবি করে ডেটা, জিও থেকে জিও আনলিমিটেড কল, জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২০০০ মিনিট এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এছাড়াও রয়েছে এক বছরের জন্য ৩৯৯ টাকা মূল্যের Disney+ Hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে।

এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের সংস্থার তরফ থেকে ১০ জিবি ডেটা বাড়তি হিসেবে দেওয়া হচ্ছে। অর্থাৎ গ্রাহকরা মোট ৭৪০ জিবি ডেটা পাচ্ছেন এই রিচার্জ প্ল্যানে।

Advertisements