আচমকা চায়ের দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হাত লাগালেন রান্নায়

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : একুশের বিধানসভা নির্বাচনের আগে গত ২৮ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে আসেন একাধিক কর্মসূচি নিয়ে। প্রশাসনিক বৈঠক, পদযাত্রার পর বুধবার তার কলকাতা রওনা দেওয়া। তবে কলকাতা রওনা দেওয়ার আগেই আচমকা বুধবার তিনি পৌঁছে যান শান্তিনিকেতনের সন্নিকটস্থ বল্লভপুর আদিবাসী গ্রামে। সেখানে তিনি আদিবাসী মানুষদের সাথে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং তাদের এই প্রকল্পের সুবিধা সম্পর্কে বোঝান।

Advertisements

বল্লভপুরের ওই আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে সেখানকার আদিবাসী মহিলাদের সাথে কথা বলে জানতে চান সরকারি প্রকল্পগুলি সুযোগ-সুবিধা ঠিকঠাক পারছেন কিনা। আর এর পরেই তিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমাতে হঠাৎ পৌঁছে যান এলাকার একটি চা ও চপ তৈরি দোকানে। আচমকা এমন পাড়ার দোকানে মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন এলাকার বাসিন্দারা এবং মুখ্যমন্ত্রীর সাথে একবার দেখা করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisements

Advertisements

বল্লভপুরের আদিবাসী পাড়া ওই চায়ের দোকানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ওই দোকানে গরম গরম চায়ে চুমুক দেন। পাশাপাশি সেই সময় ওই দোকানে রান্নাবান্না চলছিল দেখে ঘরের মেয়ের মত খুন্তি নাড়তে শুরু করেন। আর এই সকল অভাবনীয় মুহূর্ত দেখে এলাকার বাসিন্দারা অভিভূত হন।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর বোলপুর সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোলপুরে এসে তিনি বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি বোলপুর ডাকবাংলো থেকে চৌরাস্তা পর্যন্ত একটি রোড শো করেন। সেই রোড শো অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর সেই ভিড় রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয় শাসকদল তৃণমূলকে। আর এর পরেই গত ২৮ তারিখ বোলপুর সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রশাসনিক বৈঠক করেন, মঙ্গলবার বোলপুরের ৪ কিলোমিটার পদযাত্রা করে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

Advertisements