নির্দিষ্ট সময়ে Income Tax Return ফাইল না করলেই দিতে হবে জরিমানা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : Income Tax Return ফাইল করার সময়সীমা প্রায় শেষের দিকে। দেশে করোনা সংক্রমণ এবং লকডাউন চলাকালীন সাধারণ মানুষদের সুবিধার জন্য একাধিকবার কেন্দ্র সরকারের তরফ থেকে Income Tax Return ফাইল করার সময়সীমা বাড়ানো হয়। আর এরপর ২০১৯-২০ অর্থবর্ষের Income Tax Return ফাইল করার শেষ সময়সীমা জানানো হয় ৩১ ডিসেম্বর। আর এই সময়ের মধ্যে ফাইল করা না হলেই দিতে হবে বিপুল অঙ্কের জরিমানা।

Advertisements

Advertisements

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে ৩১ ডিসেম্বর Income Tax Return ফাইল করার সময়সীমা বেঁধে যাওয়ার পর নতুন করে আর এই সময়সীমা বাড়ানোর কোন নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সুতরাং আগামীকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর শেষ সময় সীমা ধরে নেওয়া হচ্ছে।

Advertisements

সঠিক সময়ে Income Tax Return ফাইল না করলে জরিমানার পরিমাণ কত?

নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও Income Tax Return ফাইল করা যেতে পারে। অফলাইন অথবা অনলাইন দুইভাবেই ফাইল জমা করা যেতে পারে। কিন্তু দেরিতে Income Tax Return ফাইল করলে আয়কর বিভাগের 234F অনুযায়ী জরিমানা দিতে হতে পারে ১০,০০০ টাকা পর্যন্ত। তবে জরিমানার পরিমাণ অবশ্যই আয়ের উপর নির্ভর করবে। গত বছর এই জরিমানার পরিমাণ ছিল হাজার পাঁচেক টাকা।

অন্যদিকে কেউ যদি Income Tax এর আওতায় না পড়েন তাহলে তিনি যদি দেরিতে Income Tax Return ফাইল জমা করেন তাহলে তাকে জরিমানা গুনতে হবে না। এমনটাই গাইডলাইন রয়েছে আয়কর বিভাগের ওয়েবসাইটে।

Advertisements